জোনাকি ও মশা
জোনাকি: সারা রাত মানুষের রক্ত খেয়ে কী পাস ?
মশা: তাই বুঝি সারা রাত তোর পেছন জ্বলে ?
জোনাকি: আমি তো মানুষকে অন্ধকারে আলো দেখাই আর তুই ম্যালেরিয়া ডেঙ্গু ছড়াস।
মশা: আমি জন সংখ্যা বাড়তে দিই না। জন সংখ্যা বাড়লে দেখবি বাঁচার তাগিদে মানুষ ধুপের জায়গায় স্প্রে ব্যবহার করবে। তখন আমি তো মরবোই, সাথে তুইও মরবি (ধুপের ধোঁয়ায় মশা অজ্ঞান হয় মাত্র, মরে না)।
জোনাকি: কেন, মশারি খাটিয়ে শুলেই হবে!
মশা: মানুষ আমাদের থেকে চালাক। অপরের জ্বালায় নিজেকে চার দেওয়ালে বন্দি রাখে না। অপরকে সে আগে নিজের জমি থেকে তাড়ায়...
মশা: তাই বুঝি সারা রাত তোর পেছন জ্বলে ?
জোনাকি: আমি তো মানুষকে অন্ধকারে আলো দেখাই আর তুই ম্যালেরিয়া ডেঙ্গু ছড়াস।
মশা: আমি জন সংখ্যা বাড়তে দিই না। জন সংখ্যা বাড়লে দেখবি বাঁচার তাগিদে মানুষ ধুপের জায়গায় স্প্রে ব্যবহার করবে। তখন আমি তো মরবোই, সাথে তুইও মরবি (ধুপের ধোঁয়ায় মশা অজ্ঞান হয় মাত্র, মরে না)।
জোনাকি: কেন, মশারি খাটিয়ে শুলেই হবে!
মশা: মানুষ আমাদের থেকে চালাক। অপরের জ্বালায় নিজেকে চার দেওয়ালে বন্দি রাখে না। অপরকে সে আগে নিজের জমি থেকে তাড়ায়...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৭/০৪/২০২১অসাধারণ , খুব ভালো লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৪/২০২১বাঃ