জায়গাজমি
ছোটবেলায় অঙ্কের মাস্টার বলেছিলেন,
'অঙ্ক খাতা অত ফাঁকা রাখো কেন?
জায়গাজমির খুব অভাব এখন।
একফালি জমির দাম কত জানো'!
সেই থেকে খারাপ অভ্যেস হয়ে গাছে।
মার্জিনও দিই না খাতার পাতায়।
সম্পাদক মহাশয় বললেন, 'সংশোধন করার জায়গাই রাখেননি'।
বললাম, 'এ যুগে জমি পাবেন কোথায়'?
জমি আছে বৈকি।
গ্রামে। প্রচুর।
শহরে দম বন্ধ শ্বাস।
জায়গায় জায়গায় বাতাস বেদনাতুর।
'অঙ্ক খাতা অত ফাঁকা রাখো কেন?
জায়গাজমির খুব অভাব এখন।
একফালি জমির দাম কত জানো'!
সেই থেকে খারাপ অভ্যেস হয়ে গাছে।
মার্জিনও দিই না খাতার পাতায়।
সম্পাদক মহাশয় বললেন, 'সংশোধন করার জায়গাই রাখেননি'।
বললাম, 'এ যুগে জমি পাবেন কোথায়'?
জমি আছে বৈকি।
গ্রামে। প্রচুর।
শহরে দম বন্ধ শ্বাস।
জায়গায় জায়গায় বাতাস বেদনাতুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৫/২০২১চমৎকার।
-
এম এম হোসেন ২৯/০৪/২০২১বাঃ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৪/২০২১শহরে জায়গার অভাব, তবে গ্রামে জায়গা আছে।
-
ফয়জুল মহী ২৬/০৪/২০২১বাহ চমৎকার উপস্থাপন।