তিন বন্ধু
ঘোড়া: এই মাঠে আমি রোজ ঘাস খেতে আসি। পৃথিবীটা এই মাঠটার মতো চৌকো।
গাধা: এই লম্বা রাস্তা দিয়ে আমি রোজ হেঁটে আসি এই মাঠে ঘাস খেতে। পৃথিবীটা এই রাস্তার মতো লম্বা।
খচ্চর: না, তোমরা ঠিক জানো না। এই নুনের বস্তাটা আমি রোজ বয়ে নিয়ে বেড়াই। এই বোঝা ঘাড় থেকে কখনও নামে না। এই পৃথিবীটা নুনের বস্তার মতোই গোল।
গাধা: এই লম্বা রাস্তা দিয়ে আমি রোজ হেঁটে আসি এই মাঠে ঘাস খেতে। পৃথিবীটা এই রাস্তার মতো লম্বা।
খচ্চর: না, তোমরা ঠিক জানো না। এই নুনের বস্তাটা আমি রোজ বয়ে নিয়ে বেড়াই। এই বোঝা ঘাড় থেকে কখনও নামে না। এই পৃথিবীটা নুনের বস্তার মতোই গোল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৪/২০২১দারুন
-
দীপঙ্কর বেরা ২৫/০৪/২০২১হা হা হা হা
-
এম এম হোসেন ২৪/০৪/২০২১জ্ঞানী fun
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৪/২০২১বাঃ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৪/২০২১যে যেমন বুঝে, পৃথিবীটা তার কাছে সে রকমেরই।
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২১অসাধারণ কাব্যিক প্রকাশ!