কবি শঙ্খ ঘোষ
কীসের অবসান?
বছর, শতাব্দী না যুগ?
কীসের অবসান?
কাব্য সাহিত্য না শিল্প সংস্কৃতি?
কবি জয় করেন সকল অন্ধকার
কিন্তু করোনাকে জয় করতে পারলেন কই!
হাজার প্রশ ঘুরে বেড়াচ্ছে মাথায়।
যখন মানুষ দ্বিধায় পড়ে,
তখনই মনে এমন প্রশ্ন জাগে।
কীসের দ্বিধা?
প্রগতি এবার কোন পথে?
প্রগতি কী মৃত?
কবির কখনও মৃত্যু হয় না-
তিনি আসলে মৃত্যুঞ্জয়ী।
তিনি নেই-
কিন্তু তার সৃষ্টি অমর:
করোনা ভ্যাকসিনের মতোই লড়াকু!
বছর, শতাব্দী না যুগ?
কীসের অবসান?
কাব্য সাহিত্য না শিল্প সংস্কৃতি?
কবি জয় করেন সকল অন্ধকার
কিন্তু করোনাকে জয় করতে পারলেন কই!
হাজার প্রশ ঘুরে বেড়াচ্ছে মাথায়।
যখন মানুষ দ্বিধায় পড়ে,
তখনই মনে এমন প্রশ্ন জাগে।
কীসের দ্বিধা?
প্রগতি এবার কোন পথে?
প্রগতি কী মৃত?
কবির কখনও মৃত্যু হয় না-
তিনি আসলে মৃত্যুঞ্জয়ী।
তিনি নেই-
কিন্তু তার সৃষ্টি অমর:
করোনা ভ্যাকসিনের মতোই লড়াকু!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ২৩/০৪/২০২১আহ শঙ্খদা
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৪/২০২১কবির মৃত্যু নেই।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৩/০৪/২০২১মনোমুগ্ধকর
-
ফয়জুল মহী ২৩/০৪/২০২১Respect. Best wishes