হাতি ও মশা
হাতির শুঁড় আছে। মশারও শুঁড় আছে। হাতি শুঁড় দিয়ে কলা গাছ ভাঙে। মশা শুঁড় দিয়ে রক্ত খায়। যার যা কাজ।
নীতিকথা: সব কাজই বড়, চেহারা বড় না হলেও।
নীতিকথা: সব কাজই বড়, চেহারা বড় না হলেও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৪/২০২১বেশ বলেছেন
-
এম এম হোসেন ২৪/০৪/২০২১Hmm
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৪/২০২১মশার ছোট শুঁড় হলেও ঘায়েল করে মানুষকে। এটাই মশার তত্ত্বকথা।
-
ফয়জুল মহী ২২/০৪/২০২১😀😀😀
Good