পুরো আট সপ্তাহ
পুরো আট সপ্তাহ। পচা গলা লাশ বরফে।
সাংঘাতিক দুর্গন্ধ। রোগের উৎপত্তি।
মাত্র কুড়িজন পুলিশ। হাজার হাজার ভক্ত।
লড়াইটা কঠিন হলেও গুরুত্বপূর্ণ।
অন্ধ বিশ্বাস নয়কো অন্ধ।
ধর্মীয় ব্যবসার চোখ কানা।
আর আইনের চোখ বাঁধা।
তফাৎ: আইন চোখ খুললে দেখতে পায়,
ব্যবসার দিনরাত এক।
বাবা আবার উঠবেন।
মরা মরাই- বাবা কেন, দেবতাও ওঠেন না !
মানুষই প্রথম, মানুষই শেষ।
গল্প অশেষ !
চেলা চামুন্ডা মিশে ভক্ত হয়ে।
ভক্তও চেলা হতে চায়।
বাবা নেই, ব্যবসাও নেই।
আদর্শ থাকলেও থাকতে পারে...
সাংঘাতিক দুর্গন্ধ। রোগের উৎপত্তি।
মাত্র কুড়িজন পুলিশ। হাজার হাজার ভক্ত।
লড়াইটা কঠিন হলেও গুরুত্বপূর্ণ।
অন্ধ বিশ্বাস নয়কো অন্ধ।
ধর্মীয় ব্যবসার চোখ কানা।
আর আইনের চোখ বাঁধা।
তফাৎ: আইন চোখ খুললে দেখতে পায়,
ব্যবসার দিনরাত এক।
বাবা আবার উঠবেন।
মরা মরাই- বাবা কেন, দেবতাও ওঠেন না !
মানুষই প্রথম, মানুষই শেষ।
গল্প অশেষ !
চেলা চামুন্ডা মিশে ভক্ত হয়ে।
ভক্তও চেলা হতে চায়।
বাবা নেই, ব্যবসাও নেই।
আদর্শ থাকলেও থাকতে পারে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৪/২০২১
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৪/২০২১কিছুই বলার নেই।
জীবনকে করতে হবে শক্ত।