গোলুগোলুর কথা
গোলুগোলু এখনও বলতে শেখেনি কথা।
চোখ দুটি ওর বড়ই গভীর।
নানান কথা বলে সমাজ...
কীসের অভাবে ও চির গম্ভীর !
ওর মা ওর সাথে বলতে চেষ্টা করে
নানা রকম কথা।
কথার ভিড়েই কথা হারায়...
একটা অভাবে এক সমুদ্র ব্যথা !
হাওয়া বাতাস খেলে ঘরে-
তবু কথা ছাড়াই জীবন বয়।
জানলা দরজা দিকদিগন্ত সবই খোলা...
দুঃখের পায়ে সুখ এসে রোজ মাথা ঠুকে যায়।
সম্পর্ক নেই বাবার সাথে।
প্রাণের ভিতর শ্বাস আটকায় দারুণ অভিঘাতে।
চোখ দুটি ওর বড়ই গভীর।
নানান কথা বলে সমাজ...
কীসের অভাবে ও চির গম্ভীর !
ওর মা ওর সাথে বলতে চেষ্টা করে
নানা রকম কথা।
কথার ভিড়েই কথা হারায়...
একটা অভাবে এক সমুদ্র ব্যথা !
হাওয়া বাতাস খেলে ঘরে-
তবু কথা ছাড়াই জীবন বয়।
জানলা দরজা দিকদিগন্ত সবই খোলা...
দুঃখের পায়ে সুখ এসে রোজ মাথা ঠুকে যায়।
সম্পর্ক নেই বাবার সাথে।
প্রাণের ভিতর শ্বাস আটকায় দারুণ অভিঘাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৪/২০২১ভাবের কথা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৪/২০২১দারুণ সব কথা,
মনে একটা ব্যাথা। -
ফয়জুল মহী ১৬/০৪/২০২১Beautiful writen
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০৪/২০২১সুন্দর