চিলকি গড়
ঢুলুং নদীর তীরে, রাঙা মাটি ছঁয়েছে বালুচর।
এপারে হতদরিদ্র গ্রাম। ওপারে চিলকি গড়।
রাজ রাজাদের কাহিনী, ঢাল তরবারির খেলা।
প্রজার চোখের জলে ডোবে প্রাণের ভেলা।
রাজতন্ত্র সর্বেসর্বা। গণতন্ত্র নেই।
ইতিহাসের রক্তাক্ত পাতায় মানবিকতা হারায় খেই।
মন্ত্রী রাষ্ট্রদ্রোহী- রাজা ত্রিপাঠীকে মেরে
রাজপাট জমিজমা পুকুর- অধিকার সব নিল কেড়ে।
রানী ছিলেন মন্ত্রীর দলে, রাজার অত্যাচারের হেতু।
শনির কুদৃষ্টির উপর প্রভাব ফেলেছিল কুটিল কেতু।
গ্রামের মানুষ বোঝেনা অত রাজবাড়ির খেলা।
আহার অনাহারের মধ্যে থেকে কাটে বেলা অবেলা।
রাজপাট আজ আর নেই। নেই রাজা। নেই হাতি ঘোড়া।
প্রজাতন্ত্রের কোমল বাতাস বয়ে আনে চাঁদমামার ছড়া।
এখন জীবন অনেক সহজ। দারিদ্র থাকলেও দুঃখ নেই।
নাচ হয়। গান হয়। হারানো কচির দল করে হইচই।
কেউ তাঁত বোনে। কেউ বিড়ি বাঁধে। কেউ পাতা কুড়ায়।
নিজের কর্মে, নিজের ঘামে, নিজেই করে খায়।
চিলকি গড়ে পড়ে থাকে ধুলো আর বালি।
মানুষে অধিকারে রাজতন্ত্র বলি।
কনক মাতার চোখে সব সন্তানই এক।
ভাগ সবার সমান, ভোগ নয়কো একক।
রাজফটকের সামনে দাঁড়িয়ে ছাগ শিশু।
'আমি তৃণভোজী। আমার নিধনকারী নিরুদ্দেশ। মৃত রক্তপিপাসু'।
এপারে হতদরিদ্র গ্রাম। ওপারে চিলকি গড়।
রাজ রাজাদের কাহিনী, ঢাল তরবারির খেলা।
প্রজার চোখের জলে ডোবে প্রাণের ভেলা।
রাজতন্ত্র সর্বেসর্বা। গণতন্ত্র নেই।
ইতিহাসের রক্তাক্ত পাতায় মানবিকতা হারায় খেই।
মন্ত্রী রাষ্ট্রদ্রোহী- রাজা ত্রিপাঠীকে মেরে
রাজপাট জমিজমা পুকুর- অধিকার সব নিল কেড়ে।
রানী ছিলেন মন্ত্রীর দলে, রাজার অত্যাচারের হেতু।
শনির কুদৃষ্টির উপর প্রভাব ফেলেছিল কুটিল কেতু।
গ্রামের মানুষ বোঝেনা অত রাজবাড়ির খেলা।
আহার অনাহারের মধ্যে থেকে কাটে বেলা অবেলা।
রাজপাট আজ আর নেই। নেই রাজা। নেই হাতি ঘোড়া।
প্রজাতন্ত্রের কোমল বাতাস বয়ে আনে চাঁদমামার ছড়া।
এখন জীবন অনেক সহজ। দারিদ্র থাকলেও দুঃখ নেই।
নাচ হয়। গান হয়। হারানো কচির দল করে হইচই।
কেউ তাঁত বোনে। কেউ বিড়ি বাঁধে। কেউ পাতা কুড়ায়।
নিজের কর্মে, নিজের ঘামে, নিজেই করে খায়।
চিলকি গড়ে পড়ে থাকে ধুলো আর বালি।
মানুষে অধিকারে রাজতন্ত্র বলি।
কনক মাতার চোখে সব সন্তানই এক।
ভাগ সবার সমান, ভোগ নয়কো একক।
রাজফটকের সামনে দাঁড়িয়ে ছাগ শিশু।
'আমি তৃণভোজী। আমার নিধনকারী নিরুদ্দেশ। মৃত রক্তপিপাসু'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৫/০৪/২০২১Bah Darun....
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৪/২০২১অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২১অপূর্ব সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৪/২০২১ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৪/২০২১নেই সেই রাজতন্ত্র
আনবো গণতন্ত্র। -
ফয়জুল মহী ১৪/০৪/২০২১সুন্দর ও সুশোভন সাহিত্য।