গোলুগোলু ভাবে
সেই লোকটাকে রোজ দেখে
গোলুগোলু ভাবে-
এ আর কেউ নয়,
আমার বাবাই হবে।
সকাল বিকেল গাল টেপে,
কপালে দেয় চুমু।
আনন্দে কাঁপে সারা শরীর,
স্নেহের শীতলতায় ঘুমু।
বোঝে না ও সহজ কথা-
আসে না কেন সে মাকে নিতে ?
সত্যটা ওর আজও অজানা-
ছাড়াছাড়ি হয়ে গেছে এক অমাবস্যার রাতে।
একটা না পাওয়া
ওকে তাড়া করে বেড়ায়।
সারাদিন ওর মাও ভাবে-
মায়ের সাথে বাবাও কী হওয়া যায় !
গোলুগোলু ভাবে-
এ আর কেউ নয়,
আমার বাবাই হবে।
সকাল বিকেল গাল টেপে,
কপালে দেয় চুমু।
আনন্দে কাঁপে সারা শরীর,
স্নেহের শীতলতায় ঘুমু।
বোঝে না ও সহজ কথা-
আসে না কেন সে মাকে নিতে ?
সত্যটা ওর আজও অজানা-
ছাড়াছাড়ি হয়ে গেছে এক অমাবস্যার রাতে।
একটা না পাওয়া
ওকে তাড়া করে বেড়ায়।
সারাদিন ওর মাও ভাবে-
মায়ের সাথে বাবাও কী হওয়া যায় !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৪/২০২১বেশ ভাবনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৪/২০২১মা বাবার অবদান
ভুলা যায় কি কখন? -
এম এম হোসেন ০৭/০৪/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ০৭/০৪/২০২১অপুর্ব উপস্থাপন
মুগ্ধতা রেখে গেলাম কবি