www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোলুগোলু ভাবে

সেই লোকটাকে রোজ দেখে
গোলুগোলু ভাবে-
এ আর কেউ নয়,
আমার বাবাই হবে।

সকাল বিকেল গাল টেপে,
কপালে দেয় চুমু।
আনন্দে কাঁপে সারা শরীর,
স্নেহের শীতলতায় ঘুমু।

বোঝে না ও সহজ কথা-
আসে না কেন সে মাকে নিতে ?
সত্যটা ওর আজও অজানা-
ছাড়াছাড়ি হয়ে গেছে এক অমাবস্যার রাতে।

একটা না পাওয়া
ওকে তাড়া করে বেড়ায়।
সারাদিন ওর মাও ভাবে-
মায়ের সাথে বাবাও কী হওয়া যায় !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast