গোলুগোলু
আড়াই বছরের ছেলে,
মামার বাড়িতে থাকে।
রাস্তায় বেরোলেই
সবাই গোলুগোলু ডাকে।
রাগ তার ভয়ানক,
গর্জন তার ভীষণ।
বাবা খোঁজ নেয় না-
অভাবের আগ্রাসন।
কে যেন জিজ্ঞেস করেছিল
দু বার।
'ওর বাবা কেমন যেন',
একটাই উত্তর।
দেখে শুনে বিয়ে হয়েছিল
একমাত্র মেয়ের।
অথচ টিকলো না-
কী দোষ কপালের !
গোলুগোলু মানুষ হোক-
এটাই মায়ের আশা।
কীসের একটা অভাব যেন !
হুল ফোটায় হতাশা।
মামার বাড়িতে থাকে।
রাস্তায় বেরোলেই
সবাই গোলুগোলু ডাকে।
রাগ তার ভয়ানক,
গর্জন তার ভীষণ।
বাবা খোঁজ নেয় না-
অভাবের আগ্রাসন।
কে যেন জিজ্ঞেস করেছিল
দু বার।
'ওর বাবা কেমন যেন',
একটাই উত্তর।
দেখে শুনে বিয়ে হয়েছিল
একমাত্র মেয়ের।
অথচ টিকলো না-
কী দোষ কপালের !
গোলুগোলু মানুষ হোক-
এটাই মায়ের আশা।
কীসের একটা অভাব যেন !
হুল ফোটায় হতাশা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৭/০৪/২০২১অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৪/২০২১ভালো
-
শাহজাদা আল হাবীব ০৬/০৪/২০২১দারুণ
-
নাসরীন আক্তার রুবি ০৬/০৪/২০২১মজার কবিতা
-
ফয়জুল মহী ০৫/০৪/২০২১দারুণ বললেন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৪/২০২১নাম তার গোলুগোলু,
দেখতে একটা গোলআলু!