গর্ব
সব ছেলে বাবার পরিচয়ে বাঁচে
কিন্তু আমি বাঁচি ছেলের পরিচয়ে।
এ কথা বলছি গর্ব করে,
লজ্জায় নয়, নয়গো ভয়ে।
ওর গানের গলায়- বসন্তের কোকিল-
প্রতিবেশীরা মুগ্ধ।
ওর হাত ধরেই জিতেছি আমি
দুঃসময়ের খন্ড যুদ্ধ।
আমি ওকে খাওয়াতে পারিনি ভালোভাবে,
ও আমাকে খাওয়ায় ভালোবেসে।
অন্ধকার দিনগুলো ছিল কান্নায় ভরা-
এখন দিন কাটে হাওয়ার সাথে হেসে।
ওর গান ছড়িয়ে পড়ুক আকাশে বাতাসে,
বয়ে যাক আলোর বেগে, জলের স্রোতে।
আমার ক্ষুদ্র সংসার হোক অজেয়:
হৃদয়ের সবুজ মিলে যাক আকাশের নীলিমাতে।
সবার মুখে ওর সুনাম,
আমিতো বদনাম পেয়ে মানুষ!
ঘুমন্ত মানুষের শীতল জীবনে
ওর গলা এনেছে প্রাণের হুঁশ।
ভালো কাজ করেছি আমি সত্যিই,
তার ফল দিচ্ছেন ভগবান।
সবার সাথে গাইছি আমি তাই আজ
ওরই জয়গান।
কিন্তু আমি বাঁচি ছেলের পরিচয়ে।
এ কথা বলছি গর্ব করে,
লজ্জায় নয়, নয়গো ভয়ে।
ওর গানের গলায়- বসন্তের কোকিল-
প্রতিবেশীরা মুগ্ধ।
ওর হাত ধরেই জিতেছি আমি
দুঃসময়ের খন্ড যুদ্ধ।
আমি ওকে খাওয়াতে পারিনি ভালোভাবে,
ও আমাকে খাওয়ায় ভালোবেসে।
অন্ধকার দিনগুলো ছিল কান্নায় ভরা-
এখন দিন কাটে হাওয়ার সাথে হেসে।
ওর গান ছড়িয়ে পড়ুক আকাশে বাতাসে,
বয়ে যাক আলোর বেগে, জলের স্রোতে।
আমার ক্ষুদ্র সংসার হোক অজেয়:
হৃদয়ের সবুজ মিলে যাক আকাশের নীলিমাতে।
সবার মুখে ওর সুনাম,
আমিতো বদনাম পেয়ে মানুষ!
ঘুমন্ত মানুষের শীতল জীবনে
ওর গলা এনেছে প্রাণের হুঁশ।
ভালো কাজ করেছি আমি সত্যিই,
তার ফল দিচ্ছেন ভগবান।
সবার সাথে গাইছি আমি তাই আজ
ওরই জয়গান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৪/২০২১ব্যাপারটার গর্বেরই বটে। এমন ভালো ছেলে কয়জন হয়? শুভকামনা রইলো!
-
শ.ম. শহীদ ৩১/০৩/২০২১সান্দর প্রকাশ
-
মাহতাব বাঙ্গালী ৩১/০৩/২০২১beautiful poem penned; nice theme
-
আশরাফুল হক মহিন ৩০/০৩/২০২১Nice
-
প্রসেনজিৎ ঋষি ৩০/০৩/২০২১খুব ভালো লিখেছেন কবি।
-
রেদোয়ান আহমেদ ৩০/০৩/২০২১পরিচয় বড্ড বড় জিনিস!
-
ফয়জুল মহী ২৯/০৩/২০২১অনন্য প্রকাশ। মন ছুঁয়া নিরুপমা শব্দের আলিঙ্গন I