পুরী
সমুদ্রে প্রচুর জল
কিন্তু নোনা জল খাওয়া যায় না।
সমুদ্রে প্রচুর জল
কিন্তু নোনা জলে স্নান করলে গা চুলকায়।
সমুদ্রের ধারে প্রচুর হাওয়া
তবুও বিদ্যুৎ সংযোগ চাই
কারণ সমুদ্রের জলহাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
পুরীর মানুষ পথে নেমেছে আজ পথের দাবীতে।
ভোট শেষ, তাই লোক দেখানো কর্তব্যও শেষ।
জল চাই, বিদ্যুৎ চাই, চাই বাঁচার অধিকার...
বেড়াবার আনন্দ শ্মশান পুরীতে মরা কান্না হয়ে ঘুরপাক খাচ্ছে।
জগন্নাথ দেবের মন্দির দাঁড়িয়ে আছে মাথা তুলে। জ্বলন্ত বিগ্রহ।
কিন্তু হাতে কাজ নেই কারণ হাততো কাটা !
কিন্তু নোনা জল খাওয়া যায় না।
সমুদ্রে প্রচুর জল
কিন্তু নোনা জলে স্নান করলে গা চুলকায়।
সমুদ্রের ধারে প্রচুর হাওয়া
তবুও বিদ্যুৎ সংযোগ চাই
কারণ সমুদ্রের জলহাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
পুরীর মানুষ পথে নেমেছে আজ পথের দাবীতে।
ভোট শেষ, তাই লোক দেখানো কর্তব্যও শেষ।
জল চাই, বিদ্যুৎ চাই, চাই বাঁচার অধিকার...
বেড়াবার আনন্দ শ্মশান পুরীতে মরা কান্না হয়ে ঘুরপাক খাচ্ছে।
জগন্নাথ দেবের মন্দির দাঁড়িয়ে আছে মাথা তুলে। জ্বলন্ত বিগ্রহ।
কিন্তু হাতে কাজ নেই কারণ হাততো কাটা !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৪/২০২১সুন্দর!
-
এম এম হোসেন ০৩/০৪/২০২১বাহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৪/২০২১আগের দিন নাই
ওরে আমার ভাই!
আগের দিন শেষ
আহা! বেশ বেশ! -
শ.ম. শহীদ ০৩/০৪/২০২১এই তো জীবন
-
মাহতাব বাঙ্গালী ২৯/০৩/২০২১সত্যিই রূপকার্থে অসাধারণ
-
নীলা ২৮/০৩/২০২১অসাধারন