বিশ্বজয়
আমি বিশ্বজয় করেছি।
আমার একটা পা নেই, কোমরে প্লেট বসানো...
আমি আমার ঈশ্বর, আমার নিয়ন্তা।
গোটা বিশ্ব দেখছে বাস্তব, নয়গো স্বপ্ন।
আমি এভারেস্ট জয় করেছি।
আমি নারী নই, আমি দূর্গা।
ভারতকে দিয়েছি প্রাণ জ্ঞান মান।
বীরের নেই পরাজয়, বীর নয়গো অভাগা।
প্রতি পদে ছিল বিপদ।
বরফের টুকরো গুলির মতো ছেদ করছিল গায়ে।
ঠান্ডা কামড়াচ্ছিল পাগল কুকুরের মতো।
সত্তা হারাইনি খাদে তলিয়ে যাওয়ার ভয়ে।
ছোটবেলায় বাবাকে হারিয়েছি।
তিনি ছিলেন সৈনিক।
মা খেলোয়াড়- খুব কষ্টে সংসার চালাতেন।
লড়াই ছিল রক্তে। কারো কাছে চাইনি ভিখ।
ছাড়পত্র পেলাম না সৈনিক হওয়ার।
খেলাধুলাও হল না...।
ছোট একটা স্কুলে পড়াতাম
আর ভাবতাম বিশ্বজয়ের ভাবনা...
স্বপ্ন আজ সফল।
বাবা বলতেন, 'হাল ছেড়ো না কখনও'।
মা বলেন, 'কষ্ট করো, সহ্য করো, সব হবে'।
আমি করে দেখালাম, আমার গোঁ।
আমার একটা পা নেই, কোমরে প্লেট বসানো...
আমি আমার ঈশ্বর, আমার নিয়ন্তা।
গোটা বিশ্ব দেখছে বাস্তব, নয়গো স্বপ্ন।
আমি এভারেস্ট জয় করেছি।
আমি নারী নই, আমি দূর্গা।
ভারতকে দিয়েছি প্রাণ জ্ঞান মান।
বীরের নেই পরাজয়, বীর নয়গো অভাগা।
প্রতি পদে ছিল বিপদ।
বরফের টুকরো গুলির মতো ছেদ করছিল গায়ে।
ঠান্ডা কামড়াচ্ছিল পাগল কুকুরের মতো।
সত্তা হারাইনি খাদে তলিয়ে যাওয়ার ভয়ে।
ছোটবেলায় বাবাকে হারিয়েছি।
তিনি ছিলেন সৈনিক।
মা খেলোয়াড়- খুব কষ্টে সংসার চালাতেন।
লড়াই ছিল রক্তে। কারো কাছে চাইনি ভিখ।
ছাড়পত্র পেলাম না সৈনিক হওয়ার।
খেলাধুলাও হল না...।
ছোট একটা স্কুলে পড়াতাম
আর ভাবতাম বিশ্বজয়ের ভাবনা...
স্বপ্ন আজ সফল।
বাবা বলতেন, 'হাল ছেড়ো না কখনও'।
মা বলেন, 'কষ্ট করো, সহ্য করো, সব হবে'।
আমি করে দেখালাম, আমার গোঁ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৫/০৪/২০২১Sundor lekha.
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৪/২০২১সুন্দর-ভাবনা।
-
Md. Rayhan Kazi ০৩/০৪/২০২১চমৎকার লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৩/২০২১সুন্দর কাব্যিকতায় অনন্য নিবেদন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৩/২০২১মনে একাগ্রতা নিয়ে কাজ করলে জয় অবশ্যম্ভাবী।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০৩/২০২১দারুণ
-
ফয়জুল মহী ২৪/০৩/২০২১দারুণ লেখনী দিয়েই মুগ্ধ করলেন প্রিয় 💙