আমাকে জন্ম দিয়ে
আমাকে জন্ম দিয়ে মা মারা গেলেন।
বাবা বললেন, আমি অপয়া।
যা হাতের কাছে পেতেন ছুঁড়ে মারতেন।
স্নেহ পাইনি, হতে পারিনি মায়া।
বড় হয়েছি মাসির কাছে।
মাসি বিয়েই করলেন না।
মা নেই, বাবা থেকেও নেই। কোনও দুঃখই নেই।
মাসিই ছিলেন আমার মা।
ভালোবেসে বিয়ে করলাম।
বউ যত্ন নেয় খুব।
শ্বশুরবাড়ি বড়ই আদর করে।
জীবনের সব সুখ দেয়নি মরা গাঙে ডুব।
সন্তানের জন্ম দিতে গিয়ে বউ মারা গেল।
সন্তান আমার লক্ষ্মী।
তাকে ঘিরেই আমার বেঁচে থাকা।
আমিই তার মা বাবা। ভগবানও সাক্ষী।
আমি যে দুঃখ পেয়েছি,
সেটা ওকে আমি দেবো না।
স্নেহ মমতায় চাঁদের জ্যোৎস্নার মতো ঘিরে রাখবো।
ব্যথা ওর কাছে অজানা।
মাকে মনে নেই। মাসির মুখ মনে পড়ে।
বউকে স্বপ্নে দেখি রোজ।
এখন একটাই অবলম্বন আমার।
জীবনটা তাই হয়নি নিখোঁজ।
বাবা বললেন, আমি অপয়া।
যা হাতের কাছে পেতেন ছুঁড়ে মারতেন।
স্নেহ পাইনি, হতে পারিনি মায়া।
বড় হয়েছি মাসির কাছে।
মাসি বিয়েই করলেন না।
মা নেই, বাবা থেকেও নেই। কোনও দুঃখই নেই।
মাসিই ছিলেন আমার মা।
ভালোবেসে বিয়ে করলাম।
বউ যত্ন নেয় খুব।
শ্বশুরবাড়ি বড়ই আদর করে।
জীবনের সব সুখ দেয়নি মরা গাঙে ডুব।
সন্তানের জন্ম দিতে গিয়ে বউ মারা গেল।
সন্তান আমার লক্ষ্মী।
তাকে ঘিরেই আমার বেঁচে থাকা।
আমিই তার মা বাবা। ভগবানও সাক্ষী।
আমি যে দুঃখ পেয়েছি,
সেটা ওকে আমি দেবো না।
স্নেহ মমতায় চাঁদের জ্যোৎস্নার মতো ঘিরে রাখবো।
ব্যথা ওর কাছে অজানা।
মাকে মনে নেই। মাসির মুখ মনে পড়ে।
বউকে স্বপ্নে দেখি রোজ।
এখন একটাই অবলম্বন আমার।
জীবনটা তাই হয়নি নিখোঁজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Sandip Senapati ২৪/০৩/২০২১
-
সেলিম রেজা সাগর ২৩/০৩/২০২১বেশ ভাল
-
Md. Rayhan Kazi ২৩/০৩/২০২১চমৎকার
-
সাখাওয়াত হোসেন ২২/০৩/২০২১অসাধারণ সৃষ্টি হে সুপ্রিয়।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৩/২০২১বেদনাদায়ক।
-
ফয়জুল মহী ২২/০৩/২০২১অনবদ্য উপস্হাপন।
শুভেচ্ছা ও শুভ কামনা অবিরত I
প্রিয় কবি