হারিয়ে যাওয়া
হঠাৎ আমি নিজের মধ্যে হারিয়ে গেলাম...
ফ্ল্যাটের লোন বললো, 'খোলা আকাশের থেকে বড় ছাদ নেই'।
গাড়ির লোন বললো, 'দু পায়ে যেদিকে খুশি যাওয়া যায়'।
জীবন বীমা বললো, 'বীমা না বোমা, যখন তখন ফাটে'।
স্বাস্থ্য সাথী বললো, 'দেহের মৃত্যু আছে, সত্তার মৃত্যু নেই'।
লোন নিয়ে সদ্য বিয়ে করা মাতাল প্রেম বললো,
'মান অভিমানের থেকে বড় এখন কেরিয়ার'।
এডুকেশন লোন বললো, 'আমি পুঁজিবাদে বিশ্বাসী নই'।
সচরাচর মানুষ নিজের মধ্যে হারায় না-
ঘুমের ভিতর চিন্তাগুলো স্বপ্ন হয়ে দেখা দেয়।
লিভার বললো, 'তোমার খানিক সুখ, আমার অসুখ'।
আমি বললাম, 'কোনও বীমা বা সাথী নয়,
বেড়াতে যাওয়ার লোন দিয়ে তোমাকে সুস্থ করে তুলবো'!
ফ্ল্যাটের লোন বললো, 'খোলা আকাশের থেকে বড় ছাদ নেই'।
গাড়ির লোন বললো, 'দু পায়ে যেদিকে খুশি যাওয়া যায়'।
জীবন বীমা বললো, 'বীমা না বোমা, যখন তখন ফাটে'।
স্বাস্থ্য সাথী বললো, 'দেহের মৃত্যু আছে, সত্তার মৃত্যু নেই'।
লোন নিয়ে সদ্য বিয়ে করা মাতাল প্রেম বললো,
'মান অভিমানের থেকে বড় এখন কেরিয়ার'।
এডুকেশন লোন বললো, 'আমি পুঁজিবাদে বিশ্বাসী নই'।
সচরাচর মানুষ নিজের মধ্যে হারায় না-
ঘুমের ভিতর চিন্তাগুলো স্বপ্ন হয়ে দেখা দেয়।
লিভার বললো, 'তোমার খানিক সুখ, আমার অসুখ'।
আমি বললাম, 'কোনও বীমা বা সাথী নয়,
বেড়াতে যাওয়ার লোন দিয়ে তোমাকে সুস্থ করে তুলবো'!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ২২/০৩/২০২১অপূর্ব লেখনি হে সুপ্রিয়
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৩/২০২১একদক ঠিক।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/০৩/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ২১/০৩/২০২১অতীব সুন্দর লিখেছেন , লেখা পড়ে পুলকিত হলাম ।