দুর্বল
তুমি খারাপ ব্যবহার করলে
আমি তোমার সাথে মুখ লাগাই না।
মুখ নামিয়ে, পাশ কাটিয়ে চলে যাই।
আমি দুর্বল- এটাই মনে হয় তোমার ভাবনা !
আমার শিক্ষা আছে,
তাই নামতে পারবো না তোমার মতো নীচে।
আমাকে অপমান করলে, খারাপ বললে,
তুমিই থাকবে আমার পিছে।
নিজের মান রাখতে হয় নিজেকেই-
পর কখনও দেয় না মান।
মন খারাপ করে কোনও লাভ নেই।
দু আঙুলে চেপে রেখেছি দু দুটো কান !
দুর্বল আমি নই,
তোমার ভাবনাটাই দুর্বল।
আমি নিজেকে অবিশ্বাস করি না, হতাশায় ভুগি না-
এটাই আমার বল।
তোমার মাটি নরম বলেই
আমার মাটিতে তুমি মারো লাথি।
আমার মাটি শক্ত বটে-
যেমন চামচিকের মারে হাসে বনের হাতি!
তোমাকে দেখে করুণা জাগে,
চোখের জল গড়িয়ে পড়ে।
যে ভাবে, বাঁচতে দেবে না আমায়,
সে নিজের ভিতর নিজেই মরে।
আমি চলি আপন মনে, আপন বলে,
আপন পথে হেলে দুলে।
তুমি আজ আছো, কাল নেই:
যেন দু দিনের ছেলে!
আমি তোমার সাথে মুখ লাগাই না।
মুখ নামিয়ে, পাশ কাটিয়ে চলে যাই।
আমি দুর্বল- এটাই মনে হয় তোমার ভাবনা !
আমার শিক্ষা আছে,
তাই নামতে পারবো না তোমার মতো নীচে।
আমাকে অপমান করলে, খারাপ বললে,
তুমিই থাকবে আমার পিছে।
নিজের মান রাখতে হয় নিজেকেই-
পর কখনও দেয় না মান।
মন খারাপ করে কোনও লাভ নেই।
দু আঙুলে চেপে রেখেছি দু দুটো কান !
দুর্বল আমি নই,
তোমার ভাবনাটাই দুর্বল।
আমি নিজেকে অবিশ্বাস করি না, হতাশায় ভুগি না-
এটাই আমার বল।
তোমার মাটি নরম বলেই
আমার মাটিতে তুমি মারো লাথি।
আমার মাটি শক্ত বটে-
যেমন চামচিকের মারে হাসে বনের হাতি!
তোমাকে দেখে করুণা জাগে,
চোখের জল গড়িয়ে পড়ে।
যে ভাবে, বাঁচতে দেবে না আমায়,
সে নিজের ভিতর নিজেই মরে।
আমি চলি আপন মনে, আপন বলে,
আপন পথে হেলে দুলে।
তুমি আজ আছো, কাল নেই:
যেন দু দিনের ছেলে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ২০/০৩/২০২১সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০৩/২০২১সুন্দর কাব্যিকতা প্রিয় কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৩/২০২১আমরা দুদিনের দুনিয়ায় অতিথি পাখি।