জোঁক নয় হাহাকার
উচ্চ রক্তচাপের চিকিৎসা-
গায়ে জোঁক বসিয়ে শরীরের রক্ত পান করাও।
উচ্চ রক্তচাপ এখন সকলের-
লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াও: পরীক্ষার পর পরীক্ষা,
শিক্ষিত বেকারের চাকরি নেই,
অবসরপ্রাপ্তের পেনশন নেই,
ব্যাংকে জমানো টাকা নেই...
এতো গেল একদিক।
অন্যদিকে-
সংসারে চাহিদার শেষ নেই,
পাড়ায় চাঁদার জন্য অযথা ঠেলাঠেলি,
জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া,
চিকিৎসা করাতে গেলেই গালে চড় খাওয়া,
ওষুধের দোকান থেকে মদের দোকান কোথাও শান্তি নেই...
মাথার ওপর লোন।
দেনার দায়ে একগলা কাদা জলে দাঁড়িয়ে...
সময় সভ্যতা সমাজ, জীবন জ্ঞান যাপন- সবাই জোঁক।
রক্ত পান করেই যাচ্ছে।
পান করেই যাচ্ছে।
কিন্তু রক্তচাপ আর কমছে না।
বেড়েই চলেছে। বেড়েই চলেছে...
এবার নাক কান মুখ চোখ তক ফেটে রক্ত বেরোবে।
সেই রক্ত জোঁক পান করবে না।
পান করবে হাহাকার...হারিয়ে যাওয়া, হেরে যাওয়া, হতাশার হাহাকার...
গায়ে জোঁক বসিয়ে শরীরের রক্ত পান করাও।
উচ্চ রক্তচাপ এখন সকলের-
লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াও: পরীক্ষার পর পরীক্ষা,
শিক্ষিত বেকারের চাকরি নেই,
অবসরপ্রাপ্তের পেনশন নেই,
ব্যাংকে জমানো টাকা নেই...
এতো গেল একদিক।
অন্যদিকে-
সংসারে চাহিদার শেষ নেই,
পাড়ায় চাঁদার জন্য অযথা ঠেলাঠেলি,
জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া,
চিকিৎসা করাতে গেলেই গালে চড় খাওয়া,
ওষুধের দোকান থেকে মদের দোকান কোথাও শান্তি নেই...
মাথার ওপর লোন।
দেনার দায়ে একগলা কাদা জলে দাঁড়িয়ে...
সময় সভ্যতা সমাজ, জীবন জ্ঞান যাপন- সবাই জোঁক।
রক্ত পান করেই যাচ্ছে।
পান করেই যাচ্ছে।
কিন্তু রক্তচাপ আর কমছে না।
বেড়েই চলেছে। বেড়েই চলেছে...
এবার নাক কান মুখ চোখ তক ফেটে রক্ত বেরোবে।
সেই রক্ত জোঁক পান করবে না।
পান করবে হাহাকার...হারিয়ে যাওয়া, হেরে যাওয়া, হতাশার হাহাকার...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ১৬/০৩/২০২১হুম
-
ফয়জুল মহী ১৫/০৩/২০২১Excellent writen
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৩/২০২১Nice. Go ahead.