রেসিস্ট
ওর কালো বর পছন্দ নয়।
কালো বর হলে, কালো বাচ্চা হবে-
লোকে নাম রাখবে কালু, কাল্টু...
ওর শুনতে ভালো লাগবে না।
মানুষের মধ্যে জানোয়ারটা এখনও লুকিয়ে আছে।
সাদা কালোর লড়াই আজীবন।
আজও আমেরিকার মতো সভ্য দেশে
কালো মানুষ খুন হয় !
তবে আদিম মানুষের মধ্যে মানবিকতা অনেক বেশি।
সুন্দর ফর্সা মানুষ আদিম ব্যবহার করে।
রং দিয়ে কী আর মানুষ চেনা যায় !
আমি মানুষ বিয়ে করতে চাই।
কালো বর হলে, কালো বাচ্চা হবে-
লোকে নাম রাখবে কালু, কাল্টু...
ওর শুনতে ভালো লাগবে না।
মানুষের মধ্যে জানোয়ারটা এখনও লুকিয়ে আছে।
সাদা কালোর লড়াই আজীবন।
আজও আমেরিকার মতো সভ্য দেশে
কালো মানুষ খুন হয় !
তবে আদিম মানুষের মধ্যে মানবিকতা অনেক বেশি।
সুন্দর ফর্সা মানুষ আদিম ব্যবহার করে।
রং দিয়ে কী আর মানুষ চেনা যায় !
আমি মানুষ বিয়ে করতে চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৫/০৩/২০২১অনন্য লেখনশৈলী
-
আব্দুল আলিম ১৪/০৩/২০২১কথাগুলো সহজ সাবলীল হলেও গুরুত্বপূর্ণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৩/২০২১সবারই তাই।
-
ফয়জুল মহী ১৩/০৩/২০২১।খুব সুন্দর উপস্থাপন সত্য বিষয়গুলো বেশ
ভালো লাগলো।