সেই বিশ্বাসটুকু আর নেই
আহা, আপনার কাছে টাকাটাই বড় কথা
কিন্তু আমার কাছে জীবনটাই বড়।
আপনি ঠান্ডা মাথায় যেমন জীবন দিতে পারেন,
ঠিক ততটাই ঠান্ডা মাথায় জীবন নিতেও পারেন !
আমি জীবন দিতে বা নিতে পারি না,
তাই জীবনের মূল্য বুঝি।
বন্ডে সই করিয়ে নিয়ে জীবন নিয়ে লটারি খেলেন আপনি
আর আমি টাকা খরচ করি ধর্ষিতা হওয়া নারীর সম্মানের মতো।
আপনি ভাবছেন যে আমি রোগীর আত্মীয়
কিন্তু আমার চোখে আপনি তখন ভগবান
কারণ সত্যিকার কোনও ভগবান নেমে আসবেন না ওপর থেকে
কিন্তু আপনি পাশে আছেন, এটাই আশ্বাস।
মানব দেহের ওপর অধিকার আপনার,
মানব জীবনের ওপর নয়।
আমার অধিকার চিকিৎসায়-
রোগী আপনার লক্ষ্মী: চিকিৎসা আপনার ব্যবসা, তারপর সেবা!
ভুল ওষুধ দিলে কিছুই এসে যায় না,
ওটিতে মারা গেলে টাকা ফেরত...
অশিক্ষিত মানুষ রেগে গিয়ে বুনো হয়ে যায়,
ক্ষমাহীন অপরাধ করে ফেলে।
শিক্ষিত মানুষ সহজেই অপরাধ ঢেকে ফেলেন-
'শেষ অবস্থায় নিয়ে এসেছেন': সব থেকে ভালো অজুহাত।
কেউ টাকা ফেরত দেন, কেউ বা লাঞ্ছনা আলিঙ্গন করেন...
আপনাকে অশ্রদ্ধা করার অধিকার আমার নেই
কিন্তু আপনার প্রতি সেই বিশ্বাসটুকু আর নেই।
কিন্তু আমার কাছে জীবনটাই বড়।
আপনি ঠান্ডা মাথায় যেমন জীবন দিতে পারেন,
ঠিক ততটাই ঠান্ডা মাথায় জীবন নিতেও পারেন !
আমি জীবন দিতে বা নিতে পারি না,
তাই জীবনের মূল্য বুঝি।
বন্ডে সই করিয়ে নিয়ে জীবন নিয়ে লটারি খেলেন আপনি
আর আমি টাকা খরচ করি ধর্ষিতা হওয়া নারীর সম্মানের মতো।
আপনি ভাবছেন যে আমি রোগীর আত্মীয়
কিন্তু আমার চোখে আপনি তখন ভগবান
কারণ সত্যিকার কোনও ভগবান নেমে আসবেন না ওপর থেকে
কিন্তু আপনি পাশে আছেন, এটাই আশ্বাস।
মানব দেহের ওপর অধিকার আপনার,
মানব জীবনের ওপর নয়।
আমার অধিকার চিকিৎসায়-
রোগী আপনার লক্ষ্মী: চিকিৎসা আপনার ব্যবসা, তারপর সেবা!
ভুল ওষুধ দিলে কিছুই এসে যায় না,
ওটিতে মারা গেলে টাকা ফেরত...
অশিক্ষিত মানুষ রেগে গিয়ে বুনো হয়ে যায়,
ক্ষমাহীন অপরাধ করে ফেলে।
শিক্ষিত মানুষ সহজেই অপরাধ ঢেকে ফেলেন-
'শেষ অবস্থায় নিয়ে এসেছেন': সব থেকে ভালো অজুহাত।
কেউ টাকা ফেরত দেন, কেউ বা লাঞ্ছনা আলিঙ্গন করেন...
আপনাকে অশ্রদ্ধা করার অধিকার আমার নেই
কিন্তু আপনার প্রতি সেই বিশ্বাসটুকু আর নেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৪/২০২১বেশ!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৩/২০২১দারুণ
-
ফয়জুল মহী ০৯/০৩/২০২১Wonderful writen
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৩/২০২১অপূর্ব !