লাইসেন্স
তাকে কেউ খেয়ে উঠতে পারে না,
সে রাহুর মতো গ্রাস করে সকলকে।
নেশা করা না শোষণ সহ্য করতে না পারা ?
ঘরের নারীর অপমান না অন্যায়ের প্রতিবাদ না করতে পারার
ফলে আরেক অন্যায়ের জন্ম ?
সন্তান মানুষ হয় না, না সমাজ থেকে পরিবারই বঞ্চিত ?
সরকার রাজস্ব পায়। নেতা প্রতিশ্রুতি দেন।
সমাজ সেবক লড়েন। নারী মাথা তুলে দাঁড়ায়। সন্তান ইস্কুলে যায়।
মানুষ হাল ধরে আবার হাল ছেড়েও দেয়।
দেশের ঠেক উঠে গেলেও,
বিদেশের বোতল বেচার লাইসেন্স পায় নতুন দোকান।
ওপর তলারও মানুষ মারে মরে, তবে অভাবে নয় স্বভাবে...
সে রাহুর মতো গ্রাস করে সকলকে।
নেশা করা না শোষণ সহ্য করতে না পারা ?
ঘরের নারীর অপমান না অন্যায়ের প্রতিবাদ না করতে পারার
ফলে আরেক অন্যায়ের জন্ম ?
সন্তান মানুষ হয় না, না সমাজ থেকে পরিবারই বঞ্চিত ?
সরকার রাজস্ব পায়। নেতা প্রতিশ্রুতি দেন।
সমাজ সেবক লড়েন। নারী মাথা তুলে দাঁড়ায়। সন্তান ইস্কুলে যায়।
মানুষ হাল ধরে আবার হাল ছেড়েও দেয়।
দেশের ঠেক উঠে গেলেও,
বিদেশের বোতল বেচার লাইসেন্স পায় নতুন দোকান।
ওপর তলারও মানুষ মারে মরে, তবে অভাবে নয় স্বভাবে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৪/২০২১ভালোলাগা রইলো।