মিশুন
মিশুন। মানুষের সাথে।
কথা বলুন দিনে। গল্প করুন রাতে।
হাসির শব্দ পৌঁছায় যেন এপার থেকে ওপার।
জানবেন, একাকিত্বই সবথেকে বড় শত্রু আপনার।
একাকিত্বই সবথেকে বড় রোগ।
ভোগীর কপালে নেই যোগ। যোগীর কপালে নেই ভোগ।
আপনাকে গিলে খাবে বিষণ্ণতা।
জীবনটা আনন্দময়, নয়কো অরাজকতা।
ধ্যানে বসে দেখুন- অপার সৌন্দর্য।
নিজেকে দেখে নিজেই হবেন আশ্চর্য।
শান্ত স্নিগ্ধ চাঁদ ধরা দেবে নিজে এসে।
সূর্যের প্রখর তাপেও গাত্র জ্বালা জুড়াবে নিমেষে।
কথা বলুন দিনে। গল্প করুন রাতে।
হাসির শব্দ পৌঁছায় যেন এপার থেকে ওপার।
জানবেন, একাকিত্বই সবথেকে বড় শত্রু আপনার।
একাকিত্বই সবথেকে বড় রোগ।
ভোগীর কপালে নেই যোগ। যোগীর কপালে নেই ভোগ।
আপনাকে গিলে খাবে বিষণ্ণতা।
জীবনটা আনন্দময়, নয়কো অরাজকতা।
ধ্যানে বসে দেখুন- অপার সৌন্দর্য।
নিজেকে দেখে নিজেই হবেন আশ্চর্য।
শান্ত স্নিগ্ধ চাঁদ ধরা দেবে নিজে এসে।
সূর্যের প্রখর তাপেও গাত্র জ্বালা জুড়াবে নিমেষে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০২/২০২১ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০২/২০২১জানতে হলে মিশতে হবে।
-
আলমগীর সরকার লিটন ২৩/০২/২০২১বেশ ভাবনাময়
-
সাখাওয়াত হোসেন ২২/০২/২০২১অনন্য প্রকাশ হে সুপ্রিয়।
-
বোরহানুল ইসলাম লিটন ২২/০২/২০২১অনন্য উপলব্ধির উপস্থাপন।
-
ফয়জুল মহী ২২/০২/২০২১নানন্দিক চয়ন ,