দেশ কেন পিছিয়ে
'গত জন্মের কর্মফল তাই এ জন্মের গ্রহ নক্ষত্র সহায় নয়'!
'কত নম্বর পেল পাশের বাড়ির ছেলে...পরীক্ষাতে'?
'লোকে কী বলবে'?
'ওর মতো হও, তার মতো হও'
(নকল করো সকলের...নিজের আসলটা ফেলে দাও জলেতে)।
জন্ম একটাই...পরাজয়ের মধ্যেই লুকিয়ে থাকে বিজয়।
লড়াইটা নিজের সাথে... ভালো থেকে আরো ভালো।
শুনতে হয় সবার কিন্তু করতে হয় নিজের।
সত্তা আলেয়া নয়, সে আলো।
অন্ধ বিশ্বাস বিসর্জন দাও।
হিংসা করো দূর।
কানাকানি বন্ধ হোক।
হুজুক হারাক সুর।
'কত নম্বর পেল পাশের বাড়ির ছেলে...পরীক্ষাতে'?
'লোকে কী বলবে'?
'ওর মতো হও, তার মতো হও'
(নকল করো সকলের...নিজের আসলটা ফেলে দাও জলেতে)।
জন্ম একটাই...পরাজয়ের মধ্যেই লুকিয়ে থাকে বিজয়।
লড়াইটা নিজের সাথে... ভালো থেকে আরো ভালো।
শুনতে হয় সবার কিন্তু করতে হয় নিজের।
সত্তা আলেয়া নয়, সে আলো।
অন্ধ বিশ্বাস বিসর্জন দাও।
হিংসা করো দূর।
কানাকানি বন্ধ হোক।
হুজুক হারাক সুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৪/০২/২০২১Very good
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০২/২০২১খুব সুন্দর উন্নত চিন্তা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০২/২০২১সুন্দর
-
Md. Rayhan Kazi ২০/০২/২০২১অনন্য লেখনশৈলী
-
আলমগীর সরকার লিটন ২০/০২/২০২১খুব সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০২/২০২১Nice post. Thanks
-
ফয়জুল মহী ১৮/০২/২০২১মনোমুগ্ধকর, নান্দনিক উপস্থাপন প্রিয়