www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাইক

দুটো ছেলে বাইকে চেপে এল।

বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে।
ভদ্রমহিলা বাড়ির সামনে হাঁটেন।
বিপদ কোন দিক থেকে আসে বোঝা যায় না !
প্রথমে দেওয়ালে ধাক্কা খেলেন,
তারপর মাথা ঠুকে গেল রাস্তায়।
গলার চেনটা তখন নেই।
'মা-মা-মা' বলতেই পাড়ার লোক এগিয়ে এল।
বাইক তখন সিগারেটের মতো ধোঁয়া ছাড়তে ছাড়তে উধাও।
পাড়া নিঝুম ছিল কিন্তু পাড়ার মানুষগুলো নিঝুম নয়।

উনি প্রাণে বাঁচলেন।
কিন্তু ওনার রক্ত কার পাপ ধুলো ?

উনি একাই থাকেন।
ওনার একমাত্র ছেলে বিদেশে চাকরি করে।
ও সব ছেড়ে দিয়ে চলে আসতে চাইল।
উনি বললেন, 'আমি ভালোই আছি'।

পাড়ার লোকই ওনার ছেলেকে জানিয়েছে।
পাড়ার লোকের প্রতি উনি কৃতজ্ঞ ও বিরক্ত !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast