জঙ্গল
জঙ্গল কেটে তৈরী হয়েছে সভ্যতার শহর।
যারা দু পায়ে কাঠ কাটতে যেত, এখন তাদের ঘরে উনুন জ্বলে না।
যারা চার পায়ে কাঠের ডাল খুঁজতো, এখন তারা গ্রামে ঢুকে খোঁজে মানুষ-
খোঁজে মানুষের হাড় মজ্জা !
মানুষ মানুষ খুন করে। বিচার হয়।
মানুষ পশু খুন করে। বিচার হয়।
পশু মানুষ খুন করে। নির্বিচারে।
বাঁচার দায় সবার।
দায় সমাজ সভ্যতার কাছে।
দায় পৃথিবী প্রকৃতির কাছে।
দু পায়ে শহরের মানুষ খোঁজে জঙ্গলের প্রাণ।
দু পায়ে জঙ্গলের মানুষ হাঁফ ছাড়ে শহরের ব্যস্ততার ভিড়ে।
চার পায়ে কারা খোঁজে মানুষ ?
তাদের বাঁচার দায়টা কী রকম ঠিক ?
কীসের হাহাকার তাদের চোখে, দাঁতে, নখে ? কে জানে ?
যারা দু পায়ে কাঠ কাটতে যেত, এখন তাদের ঘরে উনুন জ্বলে না।
যারা চার পায়ে কাঠের ডাল খুঁজতো, এখন তারা গ্রামে ঢুকে খোঁজে মানুষ-
খোঁজে মানুষের হাড় মজ্জা !
মানুষ মানুষ খুন করে। বিচার হয়।
মানুষ পশু খুন করে। বিচার হয়।
পশু মানুষ খুন করে। নির্বিচারে।
বাঁচার দায় সবার।
দায় সমাজ সভ্যতার কাছে।
দায় পৃথিবী প্রকৃতির কাছে।
দু পায়ে শহরের মানুষ খোঁজে জঙ্গলের প্রাণ।
দু পায়ে জঙ্গলের মানুষ হাঁফ ছাড়ে শহরের ব্যস্ততার ভিড়ে।
চার পায়ে কারা খোঁজে মানুষ ?
তাদের বাঁচার দায়টা কী রকম ঠিক ?
কীসের হাহাকার তাদের চোখে, দাঁতে, নখে ? কে জানে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১১/০২/২০২১বেশ ভালো
-
ফয়জুল মহী ১০/০২/২০২১Excellent
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০২/২০২১অত্যন্ত চমৎকার।