মরণের পরে
বহু মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকে:
না না, তাদের দেহের মৃত্যু হয় না,
মৃত্যু হয় মনের। সেক্ষেত্রে আমরা সবাই মরে বেঁচে আছি।
দেহ সবল, মনের পতন হতে শুরু করেছে-
তাকে আমরা টাটকা মরা বলি।
প্রায় সকলেই আমরা এখন টাটকা মরা।
বাসি মরাও আছে-
যাদের মন তলিয়ে গেছে অজানা অচেনা অতল তলে।
মন বোঝার মতো মন নেই,
শুধু দেহটাই দেখার বস্তু। বাহান্ন ইঞ্চির ছাতি।
এই বাসি মরাদের নিয়ে বিশেষ সমস্যা।
মানুষ এখন টাটকা মরা, তবুও তাদের মানবিকতা আছে। একটু হলেও।
বাসি মরা আগাছা নয়, বেগুনের পোকা। অমানুষ।
জয় ভীরু যদি চোর হয়, গব্বর সিং ডাকাত।
কারো ভাতে কাঁকর মেশানো থাকে,
আবার কারো কাঁকরে ভাত মেশানো থাকে।
তবে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়- মৃত মানুষ মরবে কী !
তার শুধু পিণ্ড দান করবে তীর্থের কাক।
না না, তাদের দেহের মৃত্যু হয় না,
মৃত্যু হয় মনের। সেক্ষেত্রে আমরা সবাই মরে বেঁচে আছি।
দেহ সবল, মনের পতন হতে শুরু করেছে-
তাকে আমরা টাটকা মরা বলি।
প্রায় সকলেই আমরা এখন টাটকা মরা।
বাসি মরাও আছে-
যাদের মন তলিয়ে গেছে অজানা অচেনা অতল তলে।
মন বোঝার মতো মন নেই,
শুধু দেহটাই দেখার বস্তু। বাহান্ন ইঞ্চির ছাতি।
এই বাসি মরাদের নিয়ে বিশেষ সমস্যা।
মানুষ এখন টাটকা মরা, তবুও তাদের মানবিকতা আছে। একটু হলেও।
বাসি মরা আগাছা নয়, বেগুনের পোকা। অমানুষ।
জয় ভীরু যদি চোর হয়, গব্বর সিং ডাকাত।
কারো ভাতে কাঁকর মেশানো থাকে,
আবার কারো কাঁকরে ভাত মেশানো থাকে।
তবে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়- মৃত মানুষ মরবে কী !
তার শুধু পিণ্ড দান করবে তীর্থের কাক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০২/২০২১
-
Md. Rayhan Kazi ০৬/০২/২০২১অনন্য সৃজন
-
এম এম হোসেন ০৫/০২/২০২১হুম
-
ফয়জুল মহী ০৫/০২/২০২১। পরিপক্ব ভাবনায় দুর্দান্ত উপস্থাপন ।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৫/০২/২০২১বেস্ট
একদম অসামান্য।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।