অস্তিত্বের ইতিহাস
মানুষ এখন সময়ের মতো-
নদীর স্রোত হয়ে বয়ে চলে।
পিছন ফিরে দেখে না করো দিকে,
ঠিক যেমন সময় ফিরে দেখে না কে পিছিয়ে পড়লো দৌড়ে !
সময়ের মতো সে ভাবতে ভুলে গেছে:
যেন না ভেবেচিন্তে এগিয়ে চলাটাই তার কাজ, তার ব্রত।
যে মানুষ সময় হতে পারেনি-
ঘড়ি হয়ে দাঁড়িয়ে আছে স্তব্ধ দেওয়ালে-
ঘড়ির কাঁটা তার জন্য হলেও
সময় তার জন্য নয়।
ভয় হয় এই বুঝি মানুষ সময়কেও পিছনে ফেলে এগিয়ে যাবে।
ভুলে যাবে নিজের অস্তিত্বের ইতিহাস !
নদীর স্রোত হয়ে বয়ে চলে।
পিছন ফিরে দেখে না করো দিকে,
ঠিক যেমন সময় ফিরে দেখে না কে পিছিয়ে পড়লো দৌড়ে !
সময়ের মতো সে ভাবতে ভুলে গেছে:
যেন না ভেবেচিন্তে এগিয়ে চলাটাই তার কাজ, তার ব্রত।
যে মানুষ সময় হতে পারেনি-
ঘড়ি হয়ে দাঁড়িয়ে আছে স্তব্ধ দেওয়ালে-
ঘড়ির কাঁটা তার জন্য হলেও
সময় তার জন্য নয়।
ভয় হয় এই বুঝি মানুষ সময়কেও পিছনে ফেলে এগিয়ে যাবে।
ভুলে যাবে নিজের অস্তিত্বের ইতিহাস !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ৩০/০১/২০২১বেশ সুন্দর লিখেছেন।
-
কুমারেশ সরদার ৩০/০১/২০২১শাবাশ
-
সাদ্দাম হোসেন পবন ৩০/০১/২০২১অনেক সুন্দর লেখনি।
-
ইতি হালদার ৩০/০১/২০২১দারুন দারুন ......
-
ফয়জুল মহী ২৯/০১/২০২১পাঠে খুব আরাম পাইলাম
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০১/২০২১গতিশীল সবকিছু তাই মানুষও.........।।
-
সুকান্ত ঘোষ ২৯/০১/২০২১দারুন