শুধুই মরে
সূর্যের ওপর মাঝে মধ্যে ছায়া পড়ে-
রাহু কেতুর- দিনের বেলায় পৃথিবীতে অন্ধকার নেমে আসে।
কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য।
আবার গ্রহণ সারা পৃথিবীর মানুষ একই সময়ে একই সাথে দেখে না।
সূর্যের আলোকে কোনও ছায়াই ম্লান করতে পারে না।
গ্রহণের সময়ও সূর্যের আলো আপন উজ্জ্বলতা নিয়ে ঝরে পড়ে-
আমাদের চোখই অন্ধকারে ঢাকা থাকে।
এখানে রাত মানে, অপর প্রান্তে দিন।
হিংসা কখনও প্রতিভাকে ম্লান করতে পারে না:
যে হিংসা করে সে মরে, শুধুই মরে।
যার ওপর তার ছায়া পড়ে, তার উজ্জ্বলতা বাড়ে শতগুণে-
প্রদীপের নীচে যেমন অন্ধকার থাকে:
উজ্জ্বলতার তলায় হিংসা চাপা পড়ে।
সে শুধুই মরে...
রাহু কেতুর- দিনের বেলায় পৃথিবীতে অন্ধকার নেমে আসে।
কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য।
আবার গ্রহণ সারা পৃথিবীর মানুষ একই সময়ে একই সাথে দেখে না।
সূর্যের আলোকে কোনও ছায়াই ম্লান করতে পারে না।
গ্রহণের সময়ও সূর্যের আলো আপন উজ্জ্বলতা নিয়ে ঝরে পড়ে-
আমাদের চোখই অন্ধকারে ঢাকা থাকে।
এখানে রাত মানে, অপর প্রান্তে দিন।
হিংসা কখনও প্রতিভাকে ম্লান করতে পারে না:
যে হিংসা করে সে মরে, শুধুই মরে।
যার ওপর তার ছায়া পড়ে, তার উজ্জ্বলতা বাড়ে শতগুণে-
প্রদীপের নীচে যেমন অন্ধকার থাকে:
উজ্জ্বলতার তলায় হিংসা চাপা পড়ে।
সে শুধুই মরে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইতি হালদার ২৮/০১/২০২১সুন্দর , শুভেচ্ছা ও শুভকামনা রইল কবি।
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০১/২০২১যথার্থ অনুধাবন প্রিয় কবি।
’হিংসা কখনো প্রতিভাকে ম্লান করতে পারে না’ -
ফয়জুল মহী ২৭/০১/২০২১Beautiful pome
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/০১/২০২১সুন্দর।