www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দু মুঠো ভাতের জন্য

রাত দিনের একটা কাজের মেয়ে রেখেছিলাম।
খাওয়া দাওয়া দেওয়ার কথা ছিল না- মায়া লাগতো- দিতাম দু বেলা দু মুঠো।
অনেক কাজ করে দিতো- এত কাজ করার কথা ছিল না।
বিছানা করা, বাজার দোকানও, রুটি বেলা, বোতাম বসানো।
মুছে দিতো মৃত বাবার ফটো।

মানুষ খারাপ হয় না- বিশ্বাস রাখাটা দরকার।
ডেঙ্গু হল। সেবা পেলাম, যেন নিজের মেয়ে।
আমি উঠে বসলাম, ও জ্বরে পড়লো। সেবা করার সুযোগ দিল না।
রুগ্ন ছিল। লড়তে পারলো না। বসে আছি আরেকটা মেয়ের পথ চেয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast