শান্তি কোথাও নেই
শান্তি কোথাও নেই:
না ঘরে, না বাইরে...
ঢেউ-এর জন্মের সাথে সাথেই তার মৃত্যু নিশ্চিত হয়
কারণ সে যতই শক্তিশালী হোক না কেন
পাড়ে এসে মাথা খুঁড়ে মরবেই,
মনের মিলও ঠিক তাই।
রাত অন্ধ নয় কারণ রাতের আকাশে চাঁদ তারা উভয়ই থাকে,
তথাপি মানুষের আমিত্ব প্রাচীন গুহার মতোই অন্ধ।
ভালোলাগা, ভালোবাসা জীবনের থেকেও দামি-
পণ নিয়ে বা দিয়ে সে সত্তা বিকিয়ে দেয় না
কারণ মানুষ বাঁচে শুধু নিজের পছন্দের তাগিদে, অপরের নয়।
পৃথিবীতে যখন একজন মানুষ ছিলেন
তখন রাজনীতির জন্ম হয় নি,
যেই না দ্বিতীয়জন অবতীর্ণ হলেন
রাজনীতি দৌড়ে এল ময়দানে প্রতিযোগিতার পতাকা নিয়ে-
অপরকে না দাবিয়ে বড় হওয়া যায় না।
সবার সাথে সবার লড়াই,
সবার সাথে সবার সংগ্রাম:
সংগ্রামটা নিজের সাথেও।
আবার নিজের অন্তরের আয়নায় সমাজ ও প্রকৃতির
মুখও দেখা যায় মাঝে মধ্যে।
শান্তি কোথাও নেই:
না নিজের অন্তরে, না নিজের বাইরে...
না ঘরে, না বাইরে...
ঢেউ-এর জন্মের সাথে সাথেই তার মৃত্যু নিশ্চিত হয়
কারণ সে যতই শক্তিশালী হোক না কেন
পাড়ে এসে মাথা খুঁড়ে মরবেই,
মনের মিলও ঠিক তাই।
রাত অন্ধ নয় কারণ রাতের আকাশে চাঁদ তারা উভয়ই থাকে,
তথাপি মানুষের আমিত্ব প্রাচীন গুহার মতোই অন্ধ।
ভালোলাগা, ভালোবাসা জীবনের থেকেও দামি-
পণ নিয়ে বা দিয়ে সে সত্তা বিকিয়ে দেয় না
কারণ মানুষ বাঁচে শুধু নিজের পছন্দের তাগিদে, অপরের নয়।
পৃথিবীতে যখন একজন মানুষ ছিলেন
তখন রাজনীতির জন্ম হয় নি,
যেই না দ্বিতীয়জন অবতীর্ণ হলেন
রাজনীতি দৌড়ে এল ময়দানে প্রতিযোগিতার পতাকা নিয়ে-
অপরকে না দাবিয়ে বড় হওয়া যায় না।
সবার সাথে সবার লড়াই,
সবার সাথে সবার সংগ্রাম:
সংগ্রামটা নিজের সাথেও।
আবার নিজের অন্তরের আয়নায় সমাজ ও প্রকৃতির
মুখও দেখা যায় মাঝে মধ্যে।
শান্তি কোথাও নেই:
না নিজের অন্তরে, না নিজের বাইরে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চিরন্তন ২৯/০১/২০২১সব কথা গুলোই মারাত্মক রকম বাস্তব।
-
Md. Rayhan Kazi ২৩/০১/২০২১মুগ্ধতা অপার
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০১/২০২১সুন্দর লিখেছেন।
-
সাখাওয়াত হোসেন ২১/০১/২০২১চমৎকার উপস্থাপন হে সুপ্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০১/২০২১ভাল।
-
আমজাদ ২১/০১/২০২১দারুণ