www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছন্দ

কোথায় ছন্দ?
কবিরা এখন আর কবিতা লেখেন না।
গল্পকারেরা সেই কাজটা করেন-
কবিরা নিরুদ্দেশ !
গদ্যের অনৈতিক আক্রমণে
পদ্য নিখোঁজ- আনন্দ বাজারে তার ছবি।
উপন্যাস যারা লিখতেন,
তারা এখন বাঁধেন গান !
মাঝে মধ্যে সুর তাল লয়
সমুদ্রের ঢেউ-এর মতো ভেঙে গিয়ে পাড়ে আঘাত হানে।
সময় ছুটে চলে একই ভাবে
কিন্তু জীবন এখন ছন্দহীন।
মানুষে মানুষে বিভেদ বাড়ছিল বহুকাল ধরে-
সংক্রমণ কালে তা প্রকাশ পেয়ে গেল...
এ আরেক সংক্রমণ যা সংক্রমণ মিটলেও মেটবার নয় !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast