সীতা অর গীতা
ঘরে গৃহবধূ, বাইরে যশস্বী।
দু হাতে ছুঁই দু কূল, মাঝে বয় নৌকা,
জীবনটা নদীর স্রোত-
দু হাত একসাথে কেন তুলে দেবো খামোকা ?
শাড়ি প্যান্ট দুটোতেই আমি অভ্যস্ত-
অব্যস্ত স্বামীর প্রেমে আর বন্ধুর সহায়তায়।
সামলাই ইচ্ছা, সামলাই সংসার:
ঘরে দিই ঘোমটা, বাইরে সিঁদুর দিই না মাথায়।
দু দিক সামলাই দু ভাবে, সুখী দু ক্ষেত্রেই,
যেমন একে একে হয় দুই।
কত লোক ভালোবাসে, কত লোকে বলে, খারাপ-
জলে হাঁপাই না, স্থলে গাছ বেয়ে উঠি- মাছের মধ্যে আমি কই।
ঘুমোই না আমি, থাকি জেগে দু জগতে...
লক্ষী সরস্বতী দূর্গা কালী ফুল দিই সকলকে।
সমুদ্রে যে স্বাধীন ঢেউ দাপিয়ে বেড়ায় দিনে রাতে,
শুকনো মরু আলিঙ্গন করে তাকে।
সীতা বলে, 'সতী হও'।
গীতা বলে, 'অগ্নিপরীক্ষা দিও না'।
আমি বলি, 'আমি দুইয়ে মিলে একাকার-
দু জনেই আমার অনুপ্রেরণা'।
সীতা গীতা দুই বোন,
চলে একই পথ দিয়ে হাত ধরে।
দুই বোন একই সাথে রাঁধে বাড়ে খায়,
বসবাস করে একই মানুষের ভিতরে।
দু হাতে ছুঁই দু কূল, মাঝে বয় নৌকা,
জীবনটা নদীর স্রোত-
দু হাত একসাথে কেন তুলে দেবো খামোকা ?
শাড়ি প্যান্ট দুটোতেই আমি অভ্যস্ত-
অব্যস্ত স্বামীর প্রেমে আর বন্ধুর সহায়তায়।
সামলাই ইচ্ছা, সামলাই সংসার:
ঘরে দিই ঘোমটা, বাইরে সিঁদুর দিই না মাথায়।
দু দিক সামলাই দু ভাবে, সুখী দু ক্ষেত্রেই,
যেমন একে একে হয় দুই।
কত লোক ভালোবাসে, কত লোকে বলে, খারাপ-
জলে হাঁপাই না, স্থলে গাছ বেয়ে উঠি- মাছের মধ্যে আমি কই।
ঘুমোই না আমি, থাকি জেগে দু জগতে...
লক্ষী সরস্বতী দূর্গা কালী ফুল দিই সকলকে।
সমুদ্রে যে স্বাধীন ঢেউ দাপিয়ে বেড়ায় দিনে রাতে,
শুকনো মরু আলিঙ্গন করে তাকে।
সীতা বলে, 'সতী হও'।
গীতা বলে, 'অগ্নিপরীক্ষা দিও না'।
আমি বলি, 'আমি দুইয়ে মিলে একাকার-
দু জনেই আমার অনুপ্রেরণা'।
সীতা গীতা দুই বোন,
চলে একই পথ দিয়ে হাত ধরে।
দুই বোন একই সাথে রাঁধে বাড়ে খায়,
বসবাস করে একই মানুষের ভিতরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০১/২০২১ভাল হয়েছে।
-
ফয়জুল মহী ১৫/০১/২০২১সুনিপুণ লেখনশৈলী
বিমুগ্ধতা অন্তহীন।