শিশু পাচার
ওকে ক্লোরোফর্ম শুঁকিয়ে একটা বস্তার মধ্যে পুড়ে
বস্তার মুখটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হল।
অক্সিজেন, জল ও খাদ্যের অভাবে ওর প্রায় যায় যায় অবস্থা।
শুনছি ওকে পাচার করা হবে দূরে কোনও জঙ্গলে।
আগে থেকে খবর ছিল।
পুলিশ ও বনদপ্তরকর্মী একসাথে হাতে নাতে ধরে ফেললো।
চার মাসের সিংহ শাবক।
পশুদের মধ্যে মানুষই সব থেকে নৃশংস।
তা না হলে, একচেটিয়া এতদিন এই পৃথিবীতে রাজত্ব করতে পারতো না।
সে পশুকেই শুধু বন্দি করে না, মানুষ হয়ে মানুষকে বন্দি করার সুকৌশলও তার নখদর্পণে।
হে ভগবান, কেন শিকারী হয়ে জন্মালাম !
চলো তার থেকে পর্বত হই-
নিষ্ঠুর এই সভ্যতার জ্বলন্ত সাক্ষী হবো আজীবন।
বস্তার মুখটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হল।
অক্সিজেন, জল ও খাদ্যের অভাবে ওর প্রায় যায় যায় অবস্থা।
শুনছি ওকে পাচার করা হবে দূরে কোনও জঙ্গলে।
আগে থেকে খবর ছিল।
পুলিশ ও বনদপ্তরকর্মী একসাথে হাতে নাতে ধরে ফেললো।
চার মাসের সিংহ শাবক।
পশুদের মধ্যে মানুষই সব থেকে নৃশংস।
তা না হলে, একচেটিয়া এতদিন এই পৃথিবীতে রাজত্ব করতে পারতো না।
সে পশুকেই শুধু বন্দি করে না, মানুষ হয়ে মানুষকে বন্দি করার সুকৌশলও তার নখদর্পণে।
হে ভগবান, কেন শিকারী হয়ে জন্মালাম !
চলো তার থেকে পর্বত হই-
নিষ্ঠুর এই সভ্যতার জ্বলন্ত সাক্ষী হবো আজীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৪/০১/২০২১অসাধারণ লেখনী
-
পি পি আলী আকবর ১৩/০১/২০২১দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০১/২০২১সুন্দর!
-
ফয়জুল মহী ১১/০১/২০২১বেশ দারুন অনুভূতির সুন্দর প্রকাশ।