টাকা
আজকের সমাজের প্রতিনিধি ও মুখপাত্র, উভয়ই, টাকা।
যার নেই তার জীবন ফাঁকা।
টাকাই ঘোরায় রাজনৈতিক সভ্যতার চাকা।
যে বলে, 'টাকা সবকিছু কিনতে পারে না', সে আকাট বোকা।
টাকা নিশ্চিত করে পাকা দেখা।
মাছের বড় টুকরো পাতে পায় মেজো খোকা।
টাকা আছে, স্ত্রী আছে। ডানলায় ধোঁকা।
সন্তান জানে সম্পত্তি কী ! টক নয় আঙুরের থোকা।
আত্মীয় বন্ধু পাশে আছে- থাকারই থাকা।
মান আছে- ঝড়ের তান্ডবে মজবুত নয় কচি ডালের শাখা।
মাসের শেষটা আমি বড়ই একা।
যার নেই তার জীবন ফাঁকা।
টাকাই ঘোরায় রাজনৈতিক সভ্যতার চাকা।
যে বলে, 'টাকা সবকিছু কিনতে পারে না', সে আকাট বোকা।
টাকা নিশ্চিত করে পাকা দেখা।
মাছের বড় টুকরো পাতে পায় মেজো খোকা।
টাকা আছে, স্ত্রী আছে। ডানলায় ধোঁকা।
সন্তান জানে সম্পত্তি কী ! টক নয় আঙুরের থোকা।
আত্মীয় বন্ধু পাশে আছে- থাকারই থাকা।
মান আছে- ঝড়ের তান্ডবে মজবুত নয় কচি ডালের শাখা।
মাসের শেষটা আমি বড়ই একা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ০৯/০১/২০২১বাস্তবতা
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০১/২০২১টাকায় সব মিলে।
-
সাখাওয়াত হোসেন ০৯/০১/২০২১দারুণ লিখেছেন হে সুপ্রিয় কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০১/২০২১সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০১/২০২১টাকাই অনেকের প্রভু।
-
পি পি আলী আকবর ০৭/০১/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ০৬/০১/২০২১অপরূপ সুন্দর কাব্য