খাঁচার বাঘ ও বনের বাঘ
বনের বাঘকে দেখে, খাঁচার বাঘ দুঃখ করে বলে,
'মুক্ত তুমি, শিকার করে খাও আপন বলে।
আমার বাঁধন কে খুলবে ? নদীর স্রোত হয়ে সময় বয়ে চলে।
অন্য দু হাত খাবার দেয় দুবেলা। লজ্জা বোধ জুয়া খেলে।
বাঘ হয়েও বাঘ নই। বাঁচার অধিকার নেই সত্তা হারিয়ে গেলে।
শক্তিকে আমার আটক করেছে নিয়তি, ছলে কৌশলে।
বলতে পারো কীভাবে বাঁচবো ? আমি যে অথৈ জলে' ।
বনের বাঘ অভয় দেয়। আলোর মতো সাহস দেয় ঢেলে।
'বিশ্বাস রাখো। ধৈর্য রাখো। যাবে না হারিয়ে তুমি অতল তলে।
নিজেকে দেখো। তুমিও বাঘ। আমারই দলে।
চেষ্টার ফসল সঠিক সময়ে ফলে।
আমি পাত্তা দিই না শিকারীর বন্দুকের নলে'।
'মুক্ত তুমি, শিকার করে খাও আপন বলে।
আমার বাঁধন কে খুলবে ? নদীর স্রোত হয়ে সময় বয়ে চলে।
অন্য দু হাত খাবার দেয় দুবেলা। লজ্জা বোধ জুয়া খেলে।
বাঘ হয়েও বাঘ নই। বাঁচার অধিকার নেই সত্তা হারিয়ে গেলে।
শক্তিকে আমার আটক করেছে নিয়তি, ছলে কৌশলে।
বলতে পারো কীভাবে বাঁচবো ? আমি যে অথৈ জলে' ।
বনের বাঘ অভয় দেয়। আলোর মতো সাহস দেয় ঢেলে।
'বিশ্বাস রাখো। ধৈর্য রাখো। যাবে না হারিয়ে তুমি অতল তলে।
নিজেকে দেখো। তুমিও বাঘ। আমারই দলে।
চেষ্টার ফসল সঠিক সময়ে ফলে।
আমি পাত্তা দিই না শিকারীর বন্দুকের নলে'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০১/২০২১বেশ লাগলো।
-
কুমারেশ সরদার ০৪/০১/২০২১অসাধারণ
-
সাখাওয়াত হোসেন ০৪/০১/২০২১দারুণ মনোমুগ্ধকর রচনাশৈলী হে সুপ্রিয় কবি।
-
ফয়জুল মহী ০৪/০১/২০২১খুব আকর্ষণীয় ও প্রাণবন্ত লেখা ।