একুশে
রক্ত দিয়ে লেখা আমার ভাষা।
এটা বাস্তব, নয়গো স্বপ্ন আশা।
স্বাধীনতা আন্দোলনে শত শত প্রাণ
কফিনের অন্ধকার থেকে আজও গায় জয়গান।
আজও সকাল সন্ধ্যে জেগে থাকে ওরা কফিনে।
তাজা রক্ত মাখা হায়নার দল ঝিমিয়ে যায় আফিমে।
এটা বাস্তব, নয়গো স্বপ্ন আশা।
স্বাধীনতা আন্দোলনে শত শত প্রাণ
কফিনের অন্ধকার থেকে আজও গায় জয়গান।
আজও সকাল সন্ধ্যে জেগে থাকে ওরা কফিনে।
তাজা রক্ত মাখা হায়নার দল ঝিমিয়ে যায় আফিমে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/১২/২০২০বেশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/১২/২০২০দারুণ
-
ফয়জুল মহী ১৫/১২/২০২০সুনিপুণ লেখনশৈলী ,বিমুগ্ধতা অন্তহীন।
-
Md. Jahangir Hossain ১৫/১২/২০২০মনোমুগ্ধকর লেখনী।