দু দুটো
১/ আমার ছায়া
আমাকে সবাই ছেড়ে চলে গেলেও,
সে আমাকে কোনও মতেই ছাড়তে চায় না।
যেখানেই যাই, আমার সাথে সাথে যায়...এমনকী শ্মশানেও...
সুখে দুঃখে সাথে থাকে,
রোদে বর্ষাতেও...
মৃত্যুর সময় সে আমার সাথে পুড়বে।
সে বেঈমান নয়।
সে জানান দেয় আমার অস্তিত্ব।
তার উপস্থিতিতেই কায়া সমৃদ্ধ।
২/ বোরকা
মেয়েদের বাঁ পা আগে চলে,
ছেলেদের ডান পা...
চলা দেখেই সন্দেহ হল।
পর্দা তুলতেই গোঁফ !
চিল চিৎকার...কত লোক...
চায়ের দোকানের সামনে।
যন্ত্রটা হাত থেকে পড়ে গেল ভয়ে আতঙ্কে...
এখন পুলিশের জালে।
মেয়েটা বুদ্ধিমতী-
আন্দাজ করেছে ঠিক:
ঘরোয়া মেয়ের বিশ্বজয় !
আমাকে সবাই ছেড়ে চলে গেলেও,
সে আমাকে কোনও মতেই ছাড়তে চায় না।
যেখানেই যাই, আমার সাথে সাথে যায়...এমনকী শ্মশানেও...
সুখে দুঃখে সাথে থাকে,
রোদে বর্ষাতেও...
মৃত্যুর সময় সে আমার সাথে পুড়বে।
সে বেঈমান নয়।
সে জানান দেয় আমার অস্তিত্ব।
তার উপস্থিতিতেই কায়া সমৃদ্ধ।
২/ বোরকা
মেয়েদের বাঁ পা আগে চলে,
ছেলেদের ডান পা...
চলা দেখেই সন্দেহ হল।
পর্দা তুলতেই গোঁফ !
চিল চিৎকার...কত লোক...
চায়ের দোকানের সামনে।
যন্ত্রটা হাত থেকে পড়ে গেল ভয়ে আতঙ্কে...
এখন পুলিশের জালে।
মেয়েটা বুদ্ধিমতী-
আন্দাজ করেছে ঠিক:
ঘরোয়া মেয়ের বিশ্বজয় !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১০/১২/২০২০ভালোবাসা জানবেন
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/১২/২০২০বেশ চিত্তছোঁয়া নিবেদন।
-
ফয়জুল মহী ০৮/১২/২০২০সুনিপুণ লেখনশৈলী বিমুগ্ধতা অন্তহীন।
-
কুমারেশ সরদার ০৮/১২/২০২০বলিহারি