ইস্কুলের বন্ধু
'মা জন্ম দিয়ে মারা গেছেন।
গলায় কফ আটকে গেছিল,
দরকারের সময় কোনও নার্সকে পাননি,
শ্বাসকষ্ট হতে হতে শেষ হয়ে যান.
বাবা রোজ ব্যাট দিয়ে মারতেন-
কেন জানি না ?
মাসি এসে আগলাতেন।
বাবা মারা গেছেন।
মাসিও মারা গেলেন'।
বন্ধু বন্ধুর কথা ভাবতে লাগলো-
এত দুঃখ নিয়ে মানুষ বেঁচে থাকে কীভাবে !
সে মা বাবার ছায়ায় মানুষ:
দুঃখ কী জিনিস জানেই না।
জীবনটা কেমন এলোমেলো,
হিসাব মানে না।
একই ইস্কুলে পড়েছে দুজন,
অথচ জীবনের ইস্কুলে দুজন দুজনের মুখই দেখেনি।
গলায় কফ আটকে গেছিল,
দরকারের সময় কোনও নার্সকে পাননি,
শ্বাসকষ্ট হতে হতে শেষ হয়ে যান.
বাবা রোজ ব্যাট দিয়ে মারতেন-
কেন জানি না ?
মাসি এসে আগলাতেন।
বাবা মারা গেছেন।
মাসিও মারা গেলেন'।
বন্ধু বন্ধুর কথা ভাবতে লাগলো-
এত দুঃখ নিয়ে মানুষ বেঁচে থাকে কীভাবে !
সে মা বাবার ছায়ায় মানুষ:
দুঃখ কী জিনিস জানেই না।
জীবনটা কেমন এলোমেলো,
হিসাব মানে না।
একই ইস্কুলে পড়েছে দুজন,
অথচ জীবনের ইস্কুলে দুজন দুজনের মুখই দেখেনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ০৭/১২/২০২০অনবদ্য জীবনের কথা।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১২/২০২০ভা ল লা গ ল।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/১২/২০২০চমৎকার।
-
পি পি আলী আকবর ০৫/১২/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/১২/২০২০Nice.
-
ফয়জুল মহী ০৫/১২/২০২০নান্দনিক শব্দ চয়ন