যার যাতে সুখ
'আমি এসি-র হাওয়া খেয়ে মানুষ।
আমার বাবার বাড়ি আছে, গাড়ি আছে'।
'আমি স্বাবলম্বী। কারোকে আমার প্রয়োজন নেই'।
'আমি সঙ্গী চাই, যে আমাকে ভালোবেসে খাওয়াবে'।
'এসি-র হাওয়া আমার সহ্য হয় না।
আমি স্বাবলম্বী নই কারণ আমি রান্না করতে পারি না।
রান্নার লোক রাখবো কী করতে,
তার তো তেল মশলার কোনও হিসেবই নেই...
সে আরো অনেক বড় স্বাবলম্বী আমার থেকে !
একটা পরিবারকে আমি বাঁচাতে চাই
কিন্তু কারোকে বেঁধে রেখে নয়,
তার সাথে একসাথে ডানা মেলে...
যার যাতে সুখ'।
আমার বাবার বাড়ি আছে, গাড়ি আছে'।
'আমি স্বাবলম্বী। কারোকে আমার প্রয়োজন নেই'।
'আমি সঙ্গী চাই, যে আমাকে ভালোবেসে খাওয়াবে'।
'এসি-র হাওয়া আমার সহ্য হয় না।
আমি স্বাবলম্বী নই কারণ আমি রান্না করতে পারি না।
রান্নার লোক রাখবো কী করতে,
তার তো তেল মশলার কোনও হিসেবই নেই...
সে আরো অনেক বড় স্বাবলম্বী আমার থেকে !
একটা পরিবারকে আমি বাঁচাতে চাই
কিন্তু কারোকে বেঁধে রেখে নয়,
তার সাথে একসাথে ডানা মেলে...
যার যাতে সুখ'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস এম শাহনূর ১৫/১২/২০২০বাহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১২/২০২০ভা ল লা গ ল।
-
Md. Jahangir Hossain ০৩/১২/২০২০ভালো লাগলো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/১২/২০২০সুন্দর ভাবনা।
-
ফয়জুল মহী ০৩/১২/২০২০সাবলীল প্রকাশ।
-
পি পি আলী আকবর ০৩/১২/২০২০ভালো