করোনা কাল
'মা বাবাকে আলাদা রাখা হয়েছে কেন ?
ওরা কী দোষ করেছে ?
আমাকে ওদের কাছে যেতে দেওয়া হচ্ছে না কেন' ?
এই তিনটি প্রশ্নের জবাব কেউ দিতে পারেননি !
ডাক্তার বললেন, 'নিতান্তই শিশু মন'।
নার্স বললেন, 'আগলাবার উপায় নেই'।
নেতা বললেন, 'কী করা যেতে পারে'।
বাড়ির লোক বললেন, 'মানতে নারাজ কোনও কিছুই'।
বাচ্চাটা পাঁঠা কাটার মতো ছটফট করছে-
কোনও কসাই-এর দম নেই তাকে বাগে আনে !
কাল সংকটময়, করোনাই রূঢ় বাস্তব...
ওরা কী দোষ করেছে ?
আমাকে ওদের কাছে যেতে দেওয়া হচ্ছে না কেন' ?
এই তিনটি প্রশ্নের জবাব কেউ দিতে পারেননি !
ডাক্তার বললেন, 'নিতান্তই শিশু মন'।
নার্স বললেন, 'আগলাবার উপায় নেই'।
নেতা বললেন, 'কী করা যেতে পারে'।
বাড়ির লোক বললেন, 'মানতে নারাজ কোনও কিছুই'।
বাচ্চাটা পাঁঠা কাটার মতো ছটফট করছে-
কোনও কসাই-এর দম নেই তাকে বাগে আনে !
কাল সংকটময়, করোনাই রূঢ় বাস্তব...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/১১/২০২০ভালো লেগেছে।
-
শ.ম. শহীদ ২৯/১১/২০২০অপূর্ব!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/১১/২০২০ভালো
-
ফয়জুল মহী ২৮/১১/২০২০খুব আকর্ষণীয় কথামালা ।