সাক্ষী জনতা
আমি জয়ী কিনা জানি না,
তবে পরাজিত নই-
যুদ্ধে পিঠ দেখাইনি...
সফলতার ভিড়ে পাই বা না পাই খেই !
সফলতা আমায় বললো,
'হাল ছাড়া পাপ'।
বিফলতা আমায় বললো,
'হার স্বীকার করা অভিশাপ'।
জীবন বলে, 'সূর্যোদয় সূর্যাস্ত।
দিন রাত এমন ভাবেই খেলে'।
যাপন জানায়, 'বিজিত পরাজিত ভাই ভাই,
আলাদা করা কী চলে' !
আমি বুঝি এর মানে-
খেলোয়াড় হও, ছেলেখেলা করো না।
হার নেই, জয়ী জীবন-
মাঠ ছেড়ে পালায় কই, সাক্ষী জনতা।
তবে পরাজিত নই-
যুদ্ধে পিঠ দেখাইনি...
সফলতার ভিড়ে পাই বা না পাই খেই !
সফলতা আমায় বললো,
'হাল ছাড়া পাপ'।
বিফলতা আমায় বললো,
'হার স্বীকার করা অভিশাপ'।
জীবন বলে, 'সূর্যোদয় সূর্যাস্ত।
দিন রাত এমন ভাবেই খেলে'।
যাপন জানায়, 'বিজিত পরাজিত ভাই ভাই,
আলাদা করা কী চলে' !
আমি বুঝি এর মানে-
খেলোয়াড় হও, ছেলেখেলা করো না।
হার নেই, জয়ী জীবন-
মাঠ ছেড়ে পালায় কই, সাক্ষী জনতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ২৫/১১/২০২০
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/১১/২০২০দারুণ
-
শ.ম. শহীদ ২৪/১১/২০২০দারুণ!
শুভ-কামনা সম্মানিত কবির জন্য। -
ফয়জুল মহী ২৪/১১/২০২০মনোমুগ্ধকর কাব্য
-
Md. Rayhan Kazi ২৪/১১/২০২০অসাধারণ লেখনী
দারুণ!!