ছায়া
ভূত এক, 'তোরা মানুষ দেখেছিস'?
ভূত দুই, 'কথা শুনেছি'।
ভূত তিন, 'দেখেছি স্বচক্ষে'।
ভূত চার, 'ধাক্কা লেগেছে'।
ভূত এক, 'কেমন, বুঝিয়ে বল'।
ভূত দুই, 'বাঁচাও বাঁচাও বলছিল'।
ভূত তিন, 'কত ছায়া। ঘুরছে, ফিরছে'।
ভূত চার, 'ছায়ার পিছনে দৌড়েছিলাম। দেওয়ালে ধাক্কা লাগলো।
পড়ে গেলাম। ছায়াটা ওখানেই হেলান দিয়ে দাঁড়িয়েছিল'।
ভূত এক, 'মিথ্যে বলার জায়গা পাস না।
বলি তোদের মান হুঁশ নেই'!
ভূত দুই, 'কথা শুনেছি'।
ভূত তিন, 'দেখেছি স্বচক্ষে'।
ভূত চার, 'ধাক্কা লেগেছে'।
ভূত এক, 'কেমন, বুঝিয়ে বল'।
ভূত দুই, 'বাঁচাও বাঁচাও বলছিল'।
ভূত তিন, 'কত ছায়া। ঘুরছে, ফিরছে'।
ভূত চার, 'ছায়ার পিছনে দৌড়েছিলাম। দেওয়ালে ধাক্কা লাগলো।
পড়ে গেলাম। ছায়াটা ওখানেই হেলান দিয়ে দাঁড়িয়েছিল'।
ভূত এক, 'মিথ্যে বলার জায়গা পাস না।
বলি তোদের মান হুঁশ নেই'!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধূসর প্রাচীর (তাহসিন নাবিল) ২৬/১১/২০২০কিছু বলবার নেই। যদি বলতে হয় তবে বলবো "অনন্য"
-
আব্দুর রহমান আনসারী ২০/১১/২০২০বেশ সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১১/২০২০বেশ আনকমন।
-
ফয়জুল মহী ১৯/১১/২০২০মনোমুগ্ধকর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/১১/২০২০ভালো