তারায় ভরা ঝলমলে আকাশ
যেমন রবি ঠাকুরের 'হঠাৎ দেখা',
তেমনই হঠাৎ দেখা হল তার সাথে। ঝলমলে রাতে।
সে এখন অন্য কারো,
তাই চিনেও চিনলাম না তাকে।
সেও ঠিক তাই...
ওরা চলে গেল ওদের পথে
আর আমি আমার।
রাতের সব তারা দিনের আলোয় সত্তা হারায় জানি
কিন্তু আমাদের দেখা হওয়ার সাক্ষী রইল
তারায় ভরা ঝলমলে আকাশ !
তেমনই হঠাৎ দেখা হল তার সাথে। ঝলমলে রাতে।
সে এখন অন্য কারো,
তাই চিনেও চিনলাম না তাকে।
সেও ঠিক তাই...
ওরা চলে গেল ওদের পথে
আর আমি আমার।
রাতের সব তারা দিনের আলোয় সত্তা হারায় জানি
কিন্তু আমাদের দেখা হওয়ার সাক্ষী রইল
তারায় ভরা ঝলমলে আকাশ !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/১১/২০২০সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৪/১১/২০২০সুন্দর কবিতা।
-
Biswanath Banerjee ১৪/১১/২০২০nice
-
ফয়জুল মহী ১৪/১১/২০২০বেশ সমৃদ্ধময় চয়ন ,
-
আব্দুর রহমান আনসারী ১৪/১১/২০২০সুন্দর