এক জোড়া
১/ হাতুড়ের প্রতি
আহা, আপনি কেন হাতুড়ে হতে যাবেন,
ভাগ্যহীন রোগী।
রোগীর বাড়ির লোকের ভুল ত্রুটি মার্জনা করবেন।
ধন্যবাদ। কবিতা হারিয়েছেন কবি !
২/ নতুন অজানা ভয়
পিঁড়িতে বসা, পেরেকের খোঁচায় সর্বনাশা !
একা থাকার এক জ্বালা, দোকা থাকার শতেক।
পাশাপাশি খেলে আশা হতাশা...
সম্পর্ক গোলকধাঁধারই নাম আরেক !
আহা, আপনি কেন হাতুড়ে হতে যাবেন,
ভাগ্যহীন রোগী।
রোগীর বাড়ির লোকের ভুল ত্রুটি মার্জনা করবেন।
ধন্যবাদ। কবিতা হারিয়েছেন কবি !
২/ নতুন অজানা ভয়
পিঁড়িতে বসা, পেরেকের খোঁচায় সর্বনাশা !
একা থাকার এক জ্বালা, দোকা থাকার শতেক।
পাশাপাশি খেলে আশা হতাশা...
সম্পর্ক গোলকধাঁধারই নাম আরেক !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৯/১০/২০২০ভালোবাসা জানবেন প্রিয়৷
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১০/২০২০ভালো তো।
-
শ.ম. শহীদ ২৭/১০/২০২০বাহ
সুন্দর লিখেছেন। -
ফয়জুল মহী ২৭/১০/২০২০অনিন্দ্য সুন্দর প্রকাশ
-
আব্দুর রহমান আনসারী ২৭/১০/২০২০চমৎকার অণু কবিতা