আমিত্ব
আমি আপনি কেউ খারাপ নই-
খারাপ আমাদের আমিত্বটা।
এই কারণে আমি ভাবছি আপনি খারাপ
আর আপনি ভাবছেন আমি ইতর।
আমিত্বটা বিসর্জন দিলেই একে অপরকে শ্রদ্ধা করতে শিখবো আমরা।
কিন্তু বিসর্জন দিতে গিয়ে কেউ অযথা ডুবে মরতে চায় না !
আমিত্ব হারালে, এক্তিয়ার হারায়।
এক্তিয়ার হারালে, সত্তাও হারিয়ে যায়।
সামনে পিছনে পাশে জায়গা জমি ছেড়ে
এ যুগে কেউ আর বাড়ি করে না তাই।
সেই কারণেই ঘরে আলো বাতাস ঢোকে না।
এটাই মুশকিল- মুক্ত পরিবেশ যাচ্ছে হারিয়ে।
খারাপ আমাদের আমিত্বটা।
এই কারণে আমি ভাবছি আপনি খারাপ
আর আপনি ভাবছেন আমি ইতর।
আমিত্বটা বিসর্জন দিলেই একে অপরকে শ্রদ্ধা করতে শিখবো আমরা।
কিন্তু বিসর্জন দিতে গিয়ে কেউ অযথা ডুবে মরতে চায় না !
আমিত্ব হারালে, এক্তিয়ার হারায়।
এক্তিয়ার হারালে, সত্তাও হারিয়ে যায়।
সামনে পিছনে পাশে জায়গা জমি ছেড়ে
এ যুগে কেউ আর বাড়ি করে না তাই।
সেই কারণেই ঘরে আলো বাতাস ঢোকে না।
এটাই মুশকিল- মুক্ত পরিবেশ যাচ্ছে হারিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১০/২০২০ভালো হয়েছে।
-
হাজেরা কোরেশী অপি ২৪/১০/২০২০একদম সত্যি কথা বলেছেন।
-
Md. Jahangir Hossain ২৪/১০/২০২০অনেক সুন্দর চিন্তা ভাবনা।
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/১০/২০২০সুন্দর জীবন দর্শণ প্রিয় কবি।
-
আব্দুর রহমান আনসারী ২৪/১০/২০২০চমৎকার