মাথা একটাই
মাথা একটাই,
একজনেরই চিন্তা তাই।
দুনিয়া আমার মতো নয়,
নিজের ভাবতে ভয় হয়।
অথচ আমি দুনিয়ারই একজন !
দুনিয়াতেই আছি কিন্তু দুনিয়ায় নেই মন...
মন নিজেতে-
সময় কাটে নিজের ঝামেলা মেটাতে।
দুনিয়ার ঝামেলা পাগলের মনে।
এই পাগলাগারদে সবাই পাগল, আমিও সুস্থ নই, তবে বাঁচি প্রাণে।
একজনেরই চিন্তা তাই।
দুনিয়া আমার মতো নয়,
নিজের ভাবতে ভয় হয়।
অথচ আমি দুনিয়ারই একজন !
দুনিয়াতেই আছি কিন্তু দুনিয়ায় নেই মন...
মন নিজেতে-
সময় কাটে নিজের ঝামেলা মেটাতে।
দুনিয়ার ঝামেলা পাগলের মনে।
এই পাগলাগারদে সবাই পাগল, আমিও সুস্থ নই, তবে বাঁচি প্রাণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ২৩/১০/২০২০সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২২/১০/২০২০ভালো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/১০/২০২০চমৎকার।
-
ফয়জুল মহী ২২/১০/২০২০অনন্য উপস্থাপন
-
আব্দুর রহমান আনসারী ২২/১০/২০২০চমৎকার