নেড়া
সদ্য অনাথ মাথা নেড়া করে জানিয়ে দেয়
তার মাথার ছাউনিটুকু আর নেই।
গাছগুলোর একই দশা-
মর্গের কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে:
মাংস চামড়া নেই।
ঝরা পাতা মাড়িয়ে যায় পথিক-
মরমর শব্দে ধ্বনিত হয় পথ।
শীতের রুক্ষতা মৃত্যুর থেকেও ম্লান !
প্রকৃতি বিধবার মতো রূপহীন-
সাদা কাপড়ের কালো ছায়া, রং অস্তিত্বহীন।
তার মাথার ছাউনিটুকু আর নেই।
গাছগুলোর একই দশা-
মর্গের কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে:
মাংস চামড়া নেই।
ঝরা পাতা মাড়িয়ে যায় পথিক-
মরমর শব্দে ধ্বনিত হয় পথ।
শীতের রুক্ষতা মৃত্যুর থেকেও ম্লান !
প্রকৃতি বিধবার মতো রূপহীন-
সাদা কাপড়ের কালো ছায়া, রং অস্তিত্বহীন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/১০/২০২০অতুলনীয়
-
Md. Jahangir Hossain ২০/১০/২০২০ভাল লাগলো
-
ফয়জুল মহী ২০/১০/২০২০Very good post
-
বোরহানুল ইসলাম লিটন ২০/১০/২০২০অনবদ্য উপলব্ধির উপস্থাপন।
-
আব্দুর রহমান আনসারী ২০/১০/২০২০দারুন