শিক্ষক দিবস
শিক্ষক দিবস বছরে একবার আসে না।
রোজই শিক্ষক দিবস
কারণ রোজই আমরা শিখি কিছু না কিছু পথ চলতে চলতে।
শেখার সাথে নেই কোনও আপস।
জীবন মানে শিক্ষা,
যাপন মানেও শিক্ষা।
জলের আরেক নামও জীবন।
চিরকাল ছাত্র হওয়ার দীক্ষা।
শিক্ষক দেন জীবন,
শিক্ষক দেন জল...
স্বপ্ন দেখি বেঁচে থাকার-
সব দিন শিখি, আজীবন শিখি, হারাই না বল।
মা বাবার থেকেও বড় শিক্ষক !
তারা জন্ম দেন; তিনি দেখান আলো: যাত্রা শুভ হোক।
রোজই শিক্ষক দিবস
কারণ রোজই আমরা শিখি কিছু না কিছু পথ চলতে চলতে।
শেখার সাথে নেই কোনও আপস।
জীবন মানে শিক্ষা,
যাপন মানেও শিক্ষা।
জলের আরেক নামও জীবন।
চিরকাল ছাত্র হওয়ার দীক্ষা।
শিক্ষক দেন জীবন,
শিক্ষক দেন জল...
স্বপ্ন দেখি বেঁচে থাকার-
সব দিন শিখি, আজীবন শিখি, হারাই না বল।
মা বাবার থেকেও বড় শিক্ষক !
তারা জন্ম দেন; তিনি দেখান আলো: যাত্রা শুভ হোক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২১/১০/২০২০চমৎকার
-
Md. Jahangir Hossain ১৯/১০/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৮/১০/২০২০Respect all teacher
-
আব্দুর রহমান আনসারী ১৮/১০/২০২০চমৎকার