তিন এক্কে তিন
১/ গঙ্গার ঘাট
গঙ্গার ঘাট
জলীয় হাওয়ার শুকনো ছোঁয়া
ভাঙা আকাশ শূন্য মাঠ
যুক্তিহীন উন্মাদনায় হারিয়ে যাওয়া।
২/ জ্ঞান
মরুভূমি শুষে নেয় এক সিন্ধু জল,
তবুও তার তৃষ্ণা মেটে কই ?
ধুধু বালিতে প্রাণের নেই স্পন্দন:
অধ্যবসায়ী হারায় খেই !
৩/ শিক্ষিত বেকার
বসে আছি যেন খাঁচায় বন্দি বাঘ।
সত্তা থাকলেও হারিয়েছে সাহস, হারিয়েছে রাগ।।
গঙ্গার ঘাট
জলীয় হাওয়ার শুকনো ছোঁয়া
ভাঙা আকাশ শূন্য মাঠ
যুক্তিহীন উন্মাদনায় হারিয়ে যাওয়া।
২/ জ্ঞান
মরুভূমি শুষে নেয় এক সিন্ধু জল,
তবুও তার তৃষ্ণা মেটে কই ?
ধুধু বালিতে প্রাণের নেই স্পন্দন:
অধ্যবসায়ী হারায় খেই !
৩/ শিক্ষিত বেকার
বসে আছি যেন খাঁচায় বন্দি বাঘ।
সত্তা থাকলেও হারিয়েছে সাহস, হারিয়েছে রাগ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ১৮/১০/২০২০বাহ! বেশ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১০/২০২০সুন্দর!
-
Md. Jahangir Hossain ১৭/১০/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ১৭/১০/২০২০অনুপম লেখা I