ব্যস্ত
সম্পর্ক রাখতে চাইলেই রাখা যায়
কিন্তু সম্পর্কের মধ্যে যদি এক্তিয়ার এসে যায়,
তাহলে কীভাবে রাখবো সম্পর্ক !
নিজের ব্যস্ততা বজায় রাখতেই মানুষ ব্যস্ত,
অন্যের জীবনে উঁকি মারার মুহূর্ত কই ?
জীবন নিজের, নিজের জায়গা নিজেরই,
অপরকে অযথা কেন বসতে দেবো ?
ইঁদুর দৌড়ে ব্যস্ত কেরিয়ার আজ মাপে সম্পর্কের ভিত।
মানুষ সঙ্গীহীন-সঙ্গী নেই বলে নয়, সঙ্গীর জন্য সময় নেই
অথবা সঙ্গীকে সাথে নিয়ে চলায় স্বেচ্ছাচারিতা হারায়...
মর্যাদা দিয়ে মর্যাদা পাওয়ার আশা খুবই কম,
সেটা চাই মানুষ হয়ে মানুষকে পায়ের তলায় রেখে !
কিন্তু সম্পর্কের মধ্যে যদি এক্তিয়ার এসে যায়,
তাহলে কীভাবে রাখবো সম্পর্ক !
নিজের ব্যস্ততা বজায় রাখতেই মানুষ ব্যস্ত,
অন্যের জীবনে উঁকি মারার মুহূর্ত কই ?
জীবন নিজের, নিজের জায়গা নিজেরই,
অপরকে অযথা কেন বসতে দেবো ?
ইঁদুর দৌড়ে ব্যস্ত কেরিয়ার আজ মাপে সম্পর্কের ভিত।
মানুষ সঙ্গীহীন-সঙ্গী নেই বলে নয়, সঙ্গীর জন্য সময় নেই
অথবা সঙ্গীকে সাথে নিয়ে চলায় স্বেচ্ছাচারিতা হারায়...
মর্যাদা দিয়ে মর্যাদা পাওয়ার আশা খুবই কম,
সেটা চাই মানুষ হয়ে মানুষকে পায়ের তলায় রেখে !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৬/১০/২০২০অনন্য
-
পি পি আলী আকবর ১৬/১০/২০২০সুন্দর লেখেছেন
-
ফয়জুল মহী ১৬/১০/২০২০অসাধারণ, অনবদ্য
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/১০/২০২০অভিভূত হলাম। ধন্যবাদ।