ফ্ল্যাগ
এটা একটা বিশ্বযুদ্ধ-
খেলাটা শিল্প, কেউ কারো ওপর নয়গো ক্রুদ্ধ।
শিল্পী প্রস্তুত শিল্পের দর্শন পেতে-
সমর্থকদের গালে ফ্ল্যাগ এঁকেই শিল্পী হওয়ার স্বপ্ন জেতে।
না, ওরা রোজগার বাড়াতে আসেনি,
এসেছে পেট চালাতে, মরণ ফাঁদে এখনও ফাঁসেনি।
শিল্পী হতে পারেনি পুরোপুরি- রাজপথে এসে ধাক্কা খেয়েছে ইচ্ছা।
অসৎ পথে যায়নি, তবুও রটেছে দেহব্যবসার কেচ্ছা।
সব দেশের সরকার এক-
সেই অপ্রিয় সত্য এখন তাকে তোলা থাক।
শিল্পীর কাছে শিল্পই সুন্দর,
জ্ঞানীর কাছে জ্ঞানই অন্তর।
সব দেশের ফ্ল্যাগ উড়ুক হাওয়ায়ে...
বাঁচুক লড়াই, বাঁচুক শিল্পী মুক্তির বয়ে।
প্রকৃতি মায়ের কোলে সুন্দর কন্যা সন্তান-
বাঁচুক মনোবল, দাঁড়াক নিজের পায়ে, পাক মান।
শিল্প কখনও নষ্ট হয় না, নষ্ট নয় শিল্পীও।
সব দেশের মানুষ সত্য কয়, মিথ্যা কয় সব সরকারও।
জীবনটা খেলা নয়, জীবনটা বিশ্বযুদ্ধ,
জীবন উড়ুক ফ্ল্যাগের মতো- বাতাসের দাপটে ছড়ায় আগুন, তবু বাতাস নয় অগ্নিদগ্ধ !
খেলাটা শিল্প, কেউ কারো ওপর নয়গো ক্রুদ্ধ।
শিল্পী প্রস্তুত শিল্পের দর্শন পেতে-
সমর্থকদের গালে ফ্ল্যাগ এঁকেই শিল্পী হওয়ার স্বপ্ন জেতে।
না, ওরা রোজগার বাড়াতে আসেনি,
এসেছে পেট চালাতে, মরণ ফাঁদে এখনও ফাঁসেনি।
শিল্পী হতে পারেনি পুরোপুরি- রাজপথে এসে ধাক্কা খেয়েছে ইচ্ছা।
অসৎ পথে যায়নি, তবুও রটেছে দেহব্যবসার কেচ্ছা।
সব দেশের সরকার এক-
সেই অপ্রিয় সত্য এখন তাকে তোলা থাক।
শিল্পীর কাছে শিল্পই সুন্দর,
জ্ঞানীর কাছে জ্ঞানই অন্তর।
সব দেশের ফ্ল্যাগ উড়ুক হাওয়ায়ে...
বাঁচুক লড়াই, বাঁচুক শিল্পী মুক্তির বয়ে।
প্রকৃতি মায়ের কোলে সুন্দর কন্যা সন্তান-
বাঁচুক মনোবল, দাঁড়াক নিজের পায়ে, পাক মান।
শিল্প কখনও নষ্ট হয় না, নষ্ট নয় শিল্পীও।
সব দেশের মানুষ সত্য কয়, মিথ্যা কয় সব সরকারও।
জীবনটা খেলা নয়, জীবনটা বিশ্বযুদ্ধ,
জীবন উড়ুক ফ্ল্যাগের মতো- বাতাসের দাপটে ছড়ায় আগুন, তবু বাতাস নয় অগ্নিদগ্ধ !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৫/১০/২০২০Right
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/১০/২০২০অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ১৫/১০/২০২০অবশ্যই